আমাদের কথা খুঁজে নিন

   

.....................মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো???????

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

[ চলুন আজ দেখা যাক মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। মুসলমানদের সেই গোল্ডেন এইজ আজ আমাদের মনে করিয়ে দেয়,এই মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। বই টি লিখেছেন হিন্দুস্তানের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হিন্দ মাওলানা আবুল হাসান আল নদভী। এতে আজ থেকে ১৪০০ বছর পূর্বে এই পৃথিবীর অবস্হা কেমন ছিল।

রোম শাসক কায়সার আর পারস্যের শাসক কিসরার শাসনের সে আইয়্যামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ সহ বৌদ্ব মতবাদ ও তার বিকৃতি,মধ্য এশিয়ার বিভিন্ন জাতি গোষ্ঠী, ভারতবর্ষের ধর্মীয় সামাজিক ও নৈতিক দৃষ্টিকোন থেকে পর্যালোচনা করা হয়েছে। তাদের শ্রেণীভেদ প্রথা ,হতভাগ্য শুদ্র, ও নারীর অবস্হা ও মর্যাদা। রয়েছে ইরানের কৃষক কূল ও তাদের শাসকদের আচরন। এটা পড়ে আপনি ইতিহাসের অনেক কিছুই জানতে পারবেন। আপনি আরও জানতে পারবেন এই মুসলমানদের কেন পতন হল।

আর মুসলমানদের সেই অতীতের শাসনামল। চলুন দেখা যাক সেই শুরু থেকে আজ। এটি এক বই। যা বাজারে পাওয়া যায়। ই-বুক হিসেবে ও আপনি পড়তে পারবেন।

যদি আপনার কম্পিউটারে এক্রোবিট রিডার থাকে । বা ডাউনলোড ও করে রাখতে পারবেন। Click This Link target='_blank' >মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। ২য় খন্ড। আরও অনেক ইসলামিক ই-বুক পাবেন এখানে http://www.banglakitab.com/kitab.htm


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.