আমাদের কথা খুঁজে নিন

   

আমাগো ব্লগার প্রতুর একদিন (যারা বিয়া করেন নাই তাগো জন্য)

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

আমাগো ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ব (খাইছে আমার কি বোর্ড ভাইঙ্গা গেছে) একদিন তার ফ্ল্রাটে বইসা (গোপনে কই এই ফ্লাটে সে ছাড়া আর কেউ থাকে না, কোনোভাবে তার কাছ থেইক্যা চাবি ম্যানেজ কইরা প্রতুরে বাইরে চা খাইতে পাঠাইয়া দিতে পারলেই....)বইসা ওয়ারিদের মাইয়াগো কথা ভাবতেছিলেন। সবাই চাপ দিতাছে বিয়া করার লইগ্গা। একে একে আরো অনেকের ছবিই চোখে ভাসতাছে (আমি আগেই আশ্বাস দিয়া কইছি বিয়া একবার করেন আমি দেইখ্যা-শুইন্যা রাখুমনে)। প্রতু একবার ভাবে কইরাই ফালাই, আরেকবার আতঙ্কে কাইপা ওঠেন। (ব্লগার মাহবুব সুমন আরো যেন কি কি আশ্বাস দিছে-জানতে হইলে হেরে জিগান)।

এমুন সময় কলিং বেল বাইজা উঠলো। দরজা খুইলা প্রতু দেখে এক ফকির। -কি চাই -১০টা টেহা দিবেন, এক কাপ চা খাইতাম (প্রতুর পক্ষে ১০টাকা দেওয়া কোনো ব্যাপার না। তারে তো আর ১০টাকা দিয়া কিছু কিনতে হয়না) প্রতু-চায়ের কাপ তো ৫ টাকা এখন, ১০টাকা দিয়া কি করবা? ফকির কইলো-নীচে আমার বৌ আছে, হেরে এক কাপ দিমু। এইবার প্রতু পাইলো চান্স-বেটা, নিজে ফকির, খাইতে পায় না, আবার বিয়াও করছো? এর মধ্যে বউও বানাইয়া ফেলছো -জে না, আমি তো ভালাই ছিলাম, সেই তো আমারে ফকির বানাইছে!!! এই বার প্রতু ১০টাকা দিয়া অনেক আরাম পাইলো........১০টাকা দেওয়ার পরেও মানিব্যাগে অনেক টাকা আছে।

কৈ যে খরচ করবো...........ভাবলো আরো ১০টাকা দিয়া কয়ডা (ইউ অ্যান্ড মি) বেলুন কিন্না উড়াই..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.