আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালিদের পায়চারি (এবার শুধু গালি)



প্রিয় ব্লাগার বন্ধুরা, আমার খুব গালি দিতে ইচ্ছা করছে। তাই দিলাম। আপনারাও সাদরে আমন্ত্রিত। আমি ই শুরু করলামঃ [-----আপনার জন্য রিস্ক নিয়ে আমার লাভ? আপনি তো এখানে এ সি রুমের মধ্যে বসে বসে ভাবছেন সব কাজ খুব আছানিতে হয়ে গেছে। কাজ কর্ম খুব সহজ।

তেমন কোন কষ্টই আসলে নাই। কষ্ট আছে - কি - না আছে, আমি জানি সেটা। কারন আমি অনগ্রাউন্ডে কাজ করেছি। আমি কি কম রিস্ক নিয়েছি? সেই রিস্ক নিয়ে আমার কি হয়েছে? কি লাভ হয়েছে আমার? Why should I take risk for you? আপনি আমাকে কি দিয়েছেন? । আমার সাথে পাল্লা দেয়ার মত যোগ্যতাই যাদের নাই উনারা আজ ব্রাম্মন(!) হয়েছেন, সেই জিনিস আমার চেয়ে চেয়ে দেখতে হয়, শুনতে হয়......।

শুধু একারনে যে, তারা আপনার কাছেই ঘুর ঘুর করেছে। তাও সে কাজের স্ট্যান্ডার্ড দেখলে – ওয়াক থু করতে হয়। অথচ আমাকে কখনও দেখতেও তো আসেননি? কখনো খোঁজ খবরও নেননি ঠিকঠাক মত? শুধু কাজ ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছেন দুর-দুরান্তে। আমি দিনরাত পেইন নিয়েছি। যখন কেউ দেখার ছিল না সেখানেও একবিন্দু ফাঁকি দেইনি।

ইচ্ছা করলেই দিতে পারতাম। সেগুলা আপনার চোখে পড়বে কেন? সেগুলো আপনাকে বলার কেউ নেই? সবাইকে এক নজরে দেখার, কাজের কোয়ালিটি বিচার করার, সবার যোগ্যতা বিচার করার জন্যও একধরনের যোগ্যতা লাগে। সেই যোগ্যতা কি আপনার আছে বলে আপনি মনে করেন? আছে আপনার সাগরেদ একজন, মাশাআল্লাহ্‌, ছাগলের এক শেষ। এর মত ছাগল আমি,দুনিয়াতে দুইটা দেখি নাই। এই বলদমার্কা ছাগলের ম্যাতকার শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়।

সেই ছাগল আমাকে ইন্টিগ্রিটি শিখায়। আরে ছাগল, তোর চেয়ে উন্নতমানের কম করে হলেও একশ ছাগলকে আমি ইন্টিগ্রিটি শিখায় আসছি। তোর কাছ থেকে আমার ইন্টিগ্রিটি শিখতে হবে?] [বলে রাখা ভালো- এই গালির প্রাপক ব্লগের কেউ না। সুতরাং ইচ্ছা মতন গালি দিন। ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।