আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালিদের পায়চারি



তোমাদের মাঝে কে আছে- আমায় কিছু আশা দেবে, তোমাদের মাঝে কে আছে- আমায় খানিক, দুঃখ ভুলিয়ে দেবে? আমি পথ হাঁটি একরাশ শুন্যতার মাঝে, আমার সন্তরণ পূতিগন্ধময় ব্যুরোক্রেসির মাঝে। আমার প্রান ভরে গ্যাছে বিষে আমার ওষ্ঠ হয়েছে অঙ্গার কন্ঠনালীতে দারুন জ্বালা, চক্ষু হয়েছে ভার। যখন ভাগ্য ছুড়ে দেয় কর্কশ চাহনি, দিনমান কাজের পুরষ্কার জোটে কিছু বিবেকহীন অসংলগ্ন কথা, অযৌক্তিক ফালতুমিগুলো লড়তে পারি না কথা জড়িয়ে অসাড় হয় শরীর। কেবলাকান্ত হাসি ঝুলিয়ে- ব্যর্থ মনে ঘরে ফিরি, অনিন্দ্য সুন্দর জোৎস্নাতেও কিছু করার থাকে না-শুধু, থেকে থেকে গুমরে ওঠা, আর না বলা অদম্য গালিদের পায়চারি। নিজেকে, একদল মাকালের আত্নম্ভরিতায় পদে পদে হারিয়ে খোঁজা, পালাবার পথ নেই জানি- নিয়মই থেকে যাওয়া, সয়ে যাওয়া, এক বুক অনুযোগ নিয়ে তাই- একদল গাড়লের মাঝে, এ আমার দুঃসহ বেঁচে থাকা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।