আমাদের কথা খুঁজে নিন

   

বৌয়ের কথায় কান দিতে নাই আবার বৌয়ের কানে কোন কথা দিতে নাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

এক ডাকাত একজন নিরীহ মানুষকে টাকার জন্য খুন করতে উদ্দ্যত হল। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। খুন হতে যাওয়া ভদ্রলোক কোন এক কারনে হেসে উঠলেন। ডাকাত ত অবাক। সে প্রশ্ন করল, তুমি হাসলে কেন? তখন লোকটি উত্তর দিল, আমি বৃষ্টির ফোটাকে দেখছিলাম পড়ে পড়ে ফেটে যেতে আর ভাবছিলাম এই বৃষ্টির ফোটাগুলি বলে দিবে যে তুমি আমাকে খুন করেছিল।

এর অনেক বছর পরের ঘটনা ডাকাত তার বৌকে নিয়ে বসে অলস সময় কাটাচ্ছে। এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হল। ডাকাত তখন হটাত কোন এক কারনে হেসে ফেলল। বৌ প্রশ্ন করল, তুমি হাসলা কেন? তখন ডাকাত উত্তর দিল, অনেক দিন এক পাগল লোকরে খুন করেছিলাম, তখন সে বৃষ্টির ফোটা দেখে বলেছিল বৃষ্টির ফোটাগুলো নাকি আমার অপকর্মের কথা বলে দিবে। লোকটা হয়ত মৃত্যু ভয়ে পাগলের প্রলাপ বকছিল।

এর কিছুদিন পরের ঘটনা। পুলিশ এসে ডাকাতকে খুনের দায়ে ধরে নিয়ে গেল। পাড়ার লোকেরাই সব ফাস করে দিয়েছিল। প্রথমে ডাকাতের বৌ বলেছিল তার বোনকে। তার বোন বলেছিল তার এক খুব কাছের বান্ধবীকে।

তার কাছের বান্ধবী বলেছিল তার স্বামীকে। আর এভাবেই ডাকাতের অপকর্মটি রাষ্ট্র হয়ে গিয়েছিল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।