আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের পর বৌয়ের প্রথম জন্মদিনে কি দেয়া যায়?

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। ভাইরে "বৌ থাকা আর হাতি থাকা একই কথা" - কথাটির কিয়দাংশ সত্য। বিয়ের পর কত কিছুই দিলাম কত উপলক্ষে, কিন্তু উপলক্ষ যেন ফুরাচ্ছে না। আপনাদের পরামর্শ অনুযায়ী কদিন আগে বিবাহ বার্ষিকী উপলক্ষে দিলাম একটি হিরের আংটি।

৬০ হাজার টাকা খসিয়েছেন। এখন কি দেয়া যায় বুঝতে পারছি না মোটেই। পরামর্শ জরুরী। পোস্টের এই পর্যন্ত পড়ার পরে নিশ্চয়ই টাইটেলের সাথে মিল পাচ্ছেন না? বিবাহ বার্ষিকী একবার পালন করা হয়ে গেলে তো জন্মদিনও একবার অন্তত পালন করার কথা, তাহলে বিয়ের পর বৌয়ের প্রথম জন্মদিন হয় কিভাবে? ভাইরে সে এক লম্বা ইতিহাস। অনেক কাঠখড় পোড়ানোর পর অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা এখন একসাথে।

বিয়ের পর তিনার আগের জন্মদিনে আমার কাছে ছিলেন না। এখন আমরা একসাথে, এবং এটাই আমার কাছে থাকা অবস্থায় বৌয়ের প্রথম জন্মদিন। আপনাদের কাছে পরামর্শ চেয়ে হতাস হইনি এবারো নিশ্চয় হতাশ করবেন না। তবে বাজেট খুব বেশি দিতে পারছি না এবার। বাসাভাড়া বাবদ আমার ইনকামের ৩ ভাগের একভাগ ব্যায় হয়ে যাচ্ছে।

সিংগাপুরে যারা থাকেন তারা জানেন একটি বাসাভাড়া নিতে কতটাকা গুনতে হয় মাসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।