আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু হয়ে আল্লাহ্‌ উচ্চারণ করায় অপমানিত হতে হল ফেবুতে !!!

চলো এগিয়ে যাই ফেইসবুকে কে কখন কার বন্ধু হিসেবে যুক্ত হচ্ছে সেটার কোনও ধরা বাঁধা নিয়ম নেই । অনেকেই কোনও কিছু বিবেচনা না করেই অনেক অজানা মানুষ কে বন্ধু হিসেবে ফেইসবুকে স্থান করে দেয় । এর ফলে কত ভালো বন্ধু নিজের অজান্তেই ঝরে যায় তার কোনও খেয়াল আমাদের থাকে না । এই বারের ঘটনাটি ধর্ম নিয়ে - এক ফেইসবুক বন্ধুর খুব খারাব সময়ের কথা জানতে পেরে মেয়েটি ইনবক্স এর মাধ্যমে কথা বলল । তার একদিন পরেই সেই বন্ধুটির ফাইসবুকে স্ট্যাটাস দেখে মেয়েটি এক লাইনের ছোট্ট একটি কমেন্ট করলো ।

আর সেই কমেন্টে লিখা ছিল "আল্লাহ্‌" । মেয়েটি লিখেছিল " আপনি কেনও আল্লাহ্‌ ও তাকে মাফ করবে না। " এখানে মেয়েটি বুঝাতে চেয়েছিল " যে অন্যায় করেছে তাকে সুধু আপনি নয় , আল্লাহ্‌ ও ক্ষমা করবেন না" । হঠাৎ , একজন আদর্শ মুসলিম ভাই এসে কমেন্টের মাধ্যমে মেয়েটিকে বুঝালেন " অমুসলিম হয়ে আল্লাহ্‌ বলাটা থিক না "( এখানে লেখক মুল কথাটি শুধু লিখেছেন )। বুঝালেন বললে ভুল হবে অপমান করেছেন হিন্দু শব্দটি কি উল্লেখ করে ।

অবশেষে , মেয়েটি তার বন্ধুকে লিখলেন " ভাইয়া , আমি হিন্দু হয়ে "আল্লাহ্‌" নাম আপনার ওয়ালে লিখায় আপনার এক বন্ধু (আঁধারে নির্বাসন) নামে তিনি আমাকে যে ভাবে অপমান করলেন সেটা আপনাদের জন্য লজ্জা জনক । আমি ইসলাম ধর্মকে অনেক সম্মান করি । কিন্তু আপনারা যারা মুসলিম তারা কি চান না আপনাদের ধর্মকে অন্য ধর্মের মানুষরা সম্মান করুক?" এর থেকে আমরা কি বুঝি ? ইসলাম কি এগুলো শিক্ষায় ? আল্লাহ্‌ শব্দটি কি শুধু মুসলিমদের জন্য বরাদ্দ ? যে দেশে একজন হিন্দু "আল্লাহ্‌" বলতে পারে না। সে দেশে কি আশা করা যায় ? সংখ্যালঘুরা কখনই বাংলাদেশেও বিপদমুক্ত নয় । এই হল সেই আদর্শ কুকুরটার লিঙ্ক - https://www.facebook.com/Shihab.H.Siddique আমি চেষ্টা করেছিলাম পুরো কনভারসেশনটি তুলে দিতে কিন্তু আমি পারলাম না ।

আমার কিছু ভুলের কারনে সংরক্ষণ করা একটি খন্ড মুছে গিয়েছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.