আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম বেতনের মোহ

এখনও নির্জন দিন তোমার আঘ্রান নিয়ে আসে

কিছুক্ষণ আগে এই ব্লগে একটা পোস্ট পড়লাম। প্রথম বেতনের আনন্দ সম্পর্কিত। আমার প্রথম বেতনের দিনটা ভাল করেই মনে আছে। এম বি বি এস পাশ করে যখন হসপিটালে ইন্টার্নশিপ শুরু করলাম তার একমাস পরে প্রথম বেতন নিয়ে বাড়ী ফিরছিলাম। সামান্য কটা টাকা, তবে প্রথমবারের জন্য অনেক।

মনটা বেশ খুশী খুশী। অটো রিকশা করে গরিয়াহাটের মোড় থেকে কসবায় আমার বাড়ীতে আসছিলাম। হটাৎ রাস্তায় অটোর সামনে একটা সাইকেল এসে পড়ে। ঠিক সময়ে অটোচালক গাড়ী না থামালে দুর্ঘটনা ঘটতই। পুরো দোষটাই সাইকেল চালক ছেলেটির।

কিন্তু ছেলেটি বোধহয় স্থানীয় বাসিন্দা ছিল। কিছুক্ষণের মধ্যে সে আরো কিছু ছেলে নিয়ে এসে অটো চালকের ওপর চোটপাট করতে লাগল। অটোটাকে আটকে রাখার চেষ্টা করতে লাগল। এমনকি অটোচালকের গায়েও হাত দেওয়ার চেষ্টা করছিল। একবার মনে হল নেমে গিয়ে প্রতিবাদ করি।

যে রকম এর আগে বা পরে অনেক সময় করেছি। কিন্তু আবার মনে হল, আমার পকেটে যে টাকাগুলো আছে সেগুলো যদি মারপিটের মধ্যে কেউ হাতিয়ে নেয়। মনের মধ্যে একটা দ্বিধার জন্ম হল। শেষ পর্যন্ত কিছুই করলাম না। অবশ্য বড় কোন গোলমাল হয়নি।

পরে অনেকবার এই কথাটা ভেবেছি। হয়ত টাকা হাতছাড়া হওয়ার ভয়ে আমি সেদিন পিছিয়ে গিয়েছিলাম। সত্যের মুখোমুখি হতে চাইনি। অর্থ বোধহয় মানুষকে এই ভাবেই স্বার্থপর করে তোলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.