আমাদের কথা খুঁজে নিন

   

বেতনের দাবিতে সানতানদারের ম্যাচ বয়কট

প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়া রিয়াল সোসিয়েদাদ তাই সেমি-ফাইনালে উঠে গেছে। শেষ চারে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে ম্যাচটি সানতানদারের মাঠে হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে স্বাগতিক দলের খেলোয়াড়রা মাঠে নেমেওছিলেন। কিন্তু খেলতে রাজি হননি।

বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। মিনিট দুয়েক অপেক্ষা করে ম্যাচটি বাতিল ঘোষণা করেন রেফারি।

খেলোয়াড়দের প্রতিবাদের পক্ষে সম্মতি জানায় গ্যালারিতে থাকা সানতানদারের সমর্থকরা।

গত সোমবারই এক বিবৃতিতে সানতানদারের খেলোয়াড়রা জানিয়ে দিয়েছিলেন, ক্লাবের বর্তমান কমিটির সব সদস্য পদত্যাগ না করলে কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ তারা খেলবেন না।

তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন স্পেনের পেশাদার ফুটবলার সংস্থার সভাপতি লু্ইস রুবিয়ালেজও।



ইউরোপে অনেক ফুটবলারের সাপ্তাহিক বেতন কয়েক লাখ ইউরো। অথচ স্পেনের তৃতীয় বিভাগের দল সানতানদারের কোনো-কোনো ফুটবলার মাসে মাত্র ৫০০ ইউরো বেতন পান। কয়েক মাস ধরে তা-ও পাচ্ছেন না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.