আমাদের কথা খুঁজে নিন

   

মন ও মস্তিষ্ক



হৃদয় বলতে আমার আর কিছুই নেই আজ তোমাকে কিছু অংশ কেটে দিয়েছি গতকাল দিয়েছিলাম তাকে আর তারও আগে কত কাকে যে দিয়েছি তার হিসেব মেলাতে গিয়ে দু'হাত মহাশূন্যে উঠে গেছে মন বলতেও আমার আর কিছুই নেই সেই মন-দেয়া-নেয়া তো চলছিলো তোমাকে আর যাকে-তাকে হৃদয় দেবার সমান্তরালে কিংবা ক্ষয়ে যাওয়া সরল রেখাংশ জুড়ে আজ এই দুর্মূল্যের দিনে কিংবা অতীতের ন্যায্য মূল্যের দিনগুলোতে মস্তিষ্কের সঙ্গে আমি হৃদয়-মন-অন্তরকে এক করতে পারিনি ওটা আমার রয়ে গেছে বলে ভালোবাসা আর নির্মমতার অনুবর্তন আকাশ-বাতাস থেকে নেমে এসে ঝুলে আছে তাই হাঁটতে গিয়ে বাধাগ্রস্ত হই মাথায় এসে লাগে আকাশ থেকে নেমে আসা দু'বাহু, ক্ষয়ে যাওয়া সরল রেখাংশের বিস্তার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।