আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী বৃত্তি-২০০৮!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

প্রধানমন্ত্রীর অফিস থেকে "প্রধানমন্ত্রী বৃত্তি-২০০৮"এর জন্য আবেদন করতে বলা হয়েছে! এই বৃত্তিটি পিএইচডি/এমফিল এর জন্য যা দেশের কোন বিশ্ববিদ্যালয়/গবেষনা প্রতিষ্ঠানে করতে হবে। পিএইচডি/এমফিল এর ফিল্ডঃ ১। অর্থনীতি/সামাজিক বিজ্ঞান ২। জীববিজ্ঞান/ফার্মেসী/কম্পিউটার কৌশল/কমিউনিটি মেডিসিন ৩।

সাইন্স/ইন্জিনিয়ারিং/কম্পিউটার সাইন্স/নৌসাইন্স ৪। খাদ্য এবং কৃষিবিজ্ঞান ৫। আর্টস/মানবিক, কমার্স এবং আইন বৃত্তির পরিমানঃ পিএইচডিঃ >১ম বছরে প্রতিমাসে ১০,০০০টাকা >২য় বছরে প্রতিমাসে ১২,০০০টাকা >৩য় বছরে প্রতিমাসে ১৪,০০০টাকা >এককালীন ৩০,০০০টাকা প্রয়োজনীয় বই/তথ্য সংগ্রহ/থিসিস প্রিন্টিং এর জন্য। >এককালীন ৩০,০০০টাকা কোর্স সুপারভাইজারের জন্য! এমফিলঃ >প্রতিমাসে ৮০০০টাকা করে ১ বছর। যোগ্যতাঃ @ বাংলাদেশী নাগরিক @ পিএইচডি/এমফিল করতে হবে দেশের বিশ্ববিদ্যালয়/গবেষনা প্রতিষ্ঠানে।

@ পিএইচডি/এমফিলে প্রয়োজনীয় যোগ্যতাসহ সকল পরীক্ষায় ১ম বিভাগ/শ্রেণী থাকতে হবে। @ পিএইচডি/এমফিল শুরু হয়েছে জানুয়ারী/২০০৮ বা জুলাই/২০০৮ এ শুরু হবে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন! @ বয়স ৩৫ এর নিচে (চাকুরীজিবীদের জন্য৪০বৎসর)। আবেদনপত্র পাওয়া যাবেঃ >>দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিস/বুয়েট/রুয়েট/ডুয়েট/চুয়েট/কুয়েট/বাংলাদেশ কৃষি বিশ্বঃ/বিরি/বারি/পিজি/আণবিক শক্তি কমিশন। (ফরম + প্রসপেক্টাস ১০টাকা) >> ফরম জমা দেবার শেষ তারিখ হল ৩১শে মার্চ >> জমা দেবার ঠিকানাঃ প্রধান উপদেষ্টার কার্যালয় পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা। ফরমের সাথে যা যা লাগবেঃ >>>সকল সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি >>> সদ্যতোলা ২কপি সত্যায়িত পাসপোর্ট ছবি বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ প্রধান উপদেষ্টার কার্যালয় পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.