আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছাকৃতভাবে উত্তজনা সৃষ্টিকারী দুইজন ব্লগার

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com

দীর্ঘদিন যাবত লক্ষ করা যাচ্ছে কিছু ব্লগার ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টির জন্য পোষ্ট ছাড়েন। এরকম দুইজনের মাঝে বেশ কিছু সাদৃস্য লক্ষ করা যাচ্ছে। তার কিছু নমুনা তুলে ধরলাম। ১। বারবার ব্যান খেয়েও এরা ভিন্ন নিক নিয়ে ফিরে আসে।

২। দুইজনই মৌলবাদের মানসপুত্র (একজন ভারতীয় শিবসেনা, অন্যজন জামাতী) ৩। দুইজনই আবার কম্পিউটার গরু (জ্ঞানপাপী)। কম্পিউটার বিষয়ে জ্ঞান দিয়ে মাঝে মাঝে পোষ্ট ছাড়েন। ৪।

সাধারন ব্লগারদের গরু ছাগল ভাবেন আর নিজেরা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। সাধারন ব্লগারদের নিজেদের লুঙ্গি এবং ধুতির নিচে জরো করতে সর্বদা সচেষ্ট থাকেন। ৫। মাঝে মাঝে তারা দুইজনেই ইংরেজী লেখা কাট পেষ্ট করে পোষ্ট ছাড়েন। ৬।

নিজেদের সাধু প্রমান করার জন্য মাঝে মাঝে ধর্মীয় পোষ্ট ছাড়েন। একজন কোরান হাদিস নিয়ে, অন্যজন রাধাকৃষ্ণ, গীতা মহাভরত নিয়ে। ৭। বাংলাদেশর স্বাধিনতাকে অপমান করতে (পোষ্ট এবং কমেন্টে) দ্বিধা করেন না। ৮।

দুইজনেই আজকাল আবার বিশাল স্পর্দ্ধা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করেছেন। দুইজনেই আবার নিজেদের রবীন্দ্র পূজারী বলে দাবী করেন। ৯। প্রচুর গালাগালি এবং মাইনাস খেয়েও তারা নিজেদের সোধরানোর চেষ্টা না করে উল্টা গালাগালি সহ দম্ভোক্তি করে থাকেন। ১০।

যারা তাদের লেখায় বাহবা দেয় তারা ভালো, আর যারা মাইনাস দেয় বা সমালোচনা করে, তারা গালাগালি খায় অথবা ব্যান খায়। একজন আবার এখন গালাগালি বা মাইনাসেও হাসে (কতবড় নির্লজ্জ)। ১১। একজন আবার স্বঘোষিত সমকামী, অন্যজন সম্পর্কে ভালোজানি না, তবে তারও নাকি একটা গোপনীয় কি আছে, যা নিয়ে তার পরিচিতরা মাঝ মাঝে হাটে হাড়ি ভাঙ্গার ভয় দেখায়। ১২।

তবে বোঝা যায় যে, দুইজনেই ছোটবেলা থেকে মানসিক অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়েছেন। তাই তাদের চিন্তা চেতনা সিমাবদ্ধতায় বেষ্ঠিত, যা তাদের বর্তমান নিক থেকেই ষ্পষ্ট বোঝা যায়। এদের নিজেদের সম্পর্কে সচেতন হওয়া খুবই প্রয়োজন, পাশাপাশি সাধারন ব্লগারদেরও এদের সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। অযথা ব্লগের পরিবেশ নষ্ট না করার জন্য সকলকে অনুরোধ করছি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।