আমাদের কথা খুঁজে নিন

   

থাকিতে নিজ হস্ত, কেন হও অপরের দ্বারস্থ??

জাগো বাহে কোনঠে সবাই দিল্লির বাসে মেডিক্যাল ছাত্রী ধর্ষনের পর ভারত সহ সারা বিশ্বে তুমূল আলোড়ন তুলেছে। সব চেয়ে বেশি আলোড়ন তুলেছে যে দেশে সে দেশের নাম বাংলাদেশ। আপনি শুনে কি অবাক হচ্ছেন? তাহলে আপনি বর্তমানে বাংলাদেশে নাই। আপনি ফিরে আসুন.. আপনি চলে আসুন এই বাংলায়। একটু খুটিয়ে দেখুন দিল্লির পরর্বতী বাংলাদেশের চালচিত্র।

আগেও যে এমন হয়নি তা বলছিনা। এবার একটু বেশি হয়েছে। বাসে,ট্যাক্সিতে,স্কুলে,মাঠে কোথায় নেই দিল্লির অনুকরণ। তাহলে কি আমরা ভারতের অন্ধঅনুসারি হয়ে গেলাম? আপনি হয়তো ভাবছেন আমি সবাইকে ধর্ষকদের কাতারে ফেলছি? সবাই ধর্ষক না হলওে যখন কোনো পুরুষ ধর্ষন করে তখন নিজেকে পুরুষ ভাবতে খুবই খারাপ লাগে। জোর করে যৈন সঙ্গম করা পশুদের স্বহজাত প্রবৃত্তি।

সব পশু আবার এমন নয়। মানুষ হয়ে কেন এমন করে? ভারতের অন্থ অনুসারি হয়ে গেলাম নাকি প্রশ্ন করেছিলাম? প্রশ্ন আর একটা রাখি আবার পাকিস্থানের অনুসারি হয়ে গেলাম নাকি? আমি আমার আশপাশের কয়য়েকটি গ্রামকি শহর ঘুরে দেখেছি যখন লোডশেডিং হয় তখন পুরষরা ছুটে যায় বাজারে অথবা যেখানে টেলিভিশনের সুবিধা আছে। তাদের উদ্দেশ্য ভারতীয় সিরিয়াল দেখা। আর মেয়েরা বাড়িতে বসে গজ গজ করতে থাকে মরার করেন্ট যাওয়ার আর সময় পেলো না? আমরা ভারতী সিরিয়াল দেখব? ভাষাবাদে ওদের সমাজব্যবস্থার সাথে আমাদের সমাজ ব্যবস্থার কি মিল আছে? যারা ভাবেন মিল আছে তারা এখনো বোকার র্স্বগে আছেন। সবাই আরবি ভাষায় কথা বললওে দেশ কিন্তু অনেকগুলা।

এই পশ্চিবঙ্গ ১৯১১ সনে বাংলার প্রানের দাবি বঙ্গভঙ্গ রদ করে ১৯৪৭ সালে এই আমাদের কেই আবার ছুড়ে ফেলে দেয়। তিস্তার পানি দিতে চায় না দেখতে দেয় না বাংলাদেশের একটি চ্যানেলও আমরা তবে কেন দেখব ওদের চ্যানেল। আমাদের জীবনতো ওদের মত ওত জটিলও নয়? কি প্রয়োজনে ওদের সিরিয়াল পাগলের মত নেশার মত দেখব? এদেশের এসব শ্রেণীর দর্শক যেভাবে হিন্দি,বাংলা সিরিয়াল দেখে তার প্রভাব সব জায়গায় লাগতে শুরু করেছে। অধিকাংশ জনপ্রিয় পোষক,শাড়ির নামকরন হয়ে গেছে হিন্দি, বাংলা সিরিয়ালের নামনুসারে। আচার আচরনে ও হিন্দি,পশ্চিমবাংলার প্রভাব পড়া কি খুবই অবাক হওয়ার বিষয়? পত্রিকা,টেলিভিশনে পুলিশের উপর যাদের আক্রমন করতে দেখছি তাদের অধিকাংশই তরুন।

আমার ভাবতে,... বুঝতে কষ্ট হয় এসব তরুন কোন বিশ্বাসের উপর ভিত্তি করে শিবির করে? কোন আর্দশ কে সামনে রেখে গোলাম আযম, কাদের মোল্ল্যাদের জন্য আর্তনাদ করে? ইসলামের জন্য যদি এসব তরুন জীবন দিতে চায় তাহলেতো ইসলামী দল করতো? জামায়ত, শিবির কেন করবে? এরা কোনো ইসলামী দল নয়। এদরেকে যারা ইসলামী দল বলে তারা বোঝে নাই ইসলামের র্মম কথা। তারা জানেনা উপমহাদেশের সব চেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার ফতোয়। তারা কি ভূলে গেছে সেই সব শহীদের কথা, সেই সব বীর নারী যারা র্নিযাতিত হয়েছিলেন তাদের কথা? তবে কি তারা পাকিস্থানের পথ অনুসরণ করছে? হে, পুরষ থাকিতে কেন নিজ হস্ত, হও পরনারীর দ্বারত্থ। হে জাতির বিবেক আমরা একুশের চেতনায়, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আমাদের চেতনায় গড়া এক জাতি।

আমরা কেন ভূলে যাব আমাদের গৌরবগাথা? আমরা কি জানিনা? এ গৌরবে মিশে আছে কত রক্ত? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।