আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা দিবসে একমাত্র দাবী



ভাষা দিবসে একমাত্র দাবী হোক- হয় বাংলাকে সর্বস্তরে চালু করতে হবে নতুবা ইংরেজীকে সব নাগরীকের জন্য সহজতর করার ব্যাবস্থা করতে হবে। আমার দেশের মাতৃভাষা স্বাধীন হয়েছে আজ অর্ধশতক পেড়িয়ে গেল। গ্রামের অর্ধশিক্ষিত নারী পুরুষ আজও ডাক্তারের ব্যাবস্থাপত্রের লিখন বুঝতে হাতড়ে বেড়ায় পড়ুয়ার সন্ধানে। উচ্চশিক্ষার ময়দান অচেনা ভাষায় রুদ্ধ। আদালতের রায় অচেনা ভাষায়।

অফিস অর্ডার, সার্কুলার, বিজ্ঞাপণ - সে তো বিদেশী ভাষায়। জ্ঞানের জগতে, জানার জগতে, আলোর জগতে উঁকি দিতে গেলেই সাধারণ ছাপোশা মানুষগুলো দুর্বোধ্য ভাষার ছাদে দরাম করে টোকর খায়, ভাগ্যকে অভিশাপ দেয়, বড়-লোকদের গালি দেয়। একটি করে বছর গড়ায়, আমরা নগ্ন পায়ে পুষ্প হাতে ছুটে চলি শ্রদ্ধাঞ্জলী দিতে। না পারলাম সর্বস্তরে মাতৃভাষাকে, চেনা ভাষাকে প্রতিষ্ঠিত করতে, না পারলাম অচেনা ভাষাকে সবার মাঝে পরিচিত করিয়ে দিতে। অতএব, সর্বস্তরে বাংলা ভাষা চাই নতুবা প্রত্যেকটি নাগরিকের জন্য বিদেশী ভাষা শিক্ষার সহজতর ব্যাবস্থা চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.