আমাদের কথা খুঁজে নিন

   

সাহা্য্য চাই



সাহায্য চাচ্ছি। যারা কস্পিউটার বিষয়ে অভিগ্গ তাদের কাছে। আমার পিসিতে একটা স্পাইওয়ার ঢুকেছে। এটি ইন্টারনেট এক্সপ্লোরারে একটা এডঅন টুলবার তৈরি করেছে যাতে লিখা সিকিউরিটি লেভেল/ ব্লক স্পাইওয়ার/ ব্লক পপাআপ। আমি এড রিমুভ প্রোগ্রাম থেকে সাম্প্রতিক ইনস্টল করা সব প্রোগ্রাম ডিলিট করে দিছি।

এর মধ্যে দুটা ছিল অপরিচীত। এখনও একটি রয়ে গেছে, নাম ওয়েব এপ্লিকেশন। এটি রিমুভ হচ্ছে না। আনইনস্টল দিতে গেলে রিস্টার্ট হয়। আমার যে সমস্যাটি হচ্ছে তা হল ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলে আমার ডিফল্ট ওয়েবসাইট গুগল আসার আগমুহুর্তে এড্রেসবারে মাইস্টোরপেইজ নামে একটা ওয়েব এড্রেস এর নাম আসে।

আমি কি করলে এ থেকে মুক্তি পেতে পারি? আমার পিসিতে ভিসতা বিজনেস অরিজিনাল অপারেটিং সিস্টেম। আমার ড্রাইভ মাত্রই দুটি, আমার সবকিছুই সি তে রাখা। সাহায্য করবেন প্লীজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।