আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইনস ডে

সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।

ভ্যালেন্টাইনস ডে তে দিশেহারা তরুন সমাজের উচ্ছৃঙ্খলতায় মেতে ওঠার বেদনাদায়ক দৃশ্য দেখে গ্লোবালাইজেশনের (নাকি ওয়েস্টার্নাইজেশন?) সংহারি প্রভাব ও পরিনতি দেখে গভীর বিষাদ গ্রস্থ হলাম। অশ্লীল অসভ্য পাশ্চাত্য রঙ্গে না মজে শালীন সৌন্দর্যমন্ডিত পহেলা ফাল্গুনকে কি ছড়িয়ে দেয়া যেত না বিশ্বময়? স্বকীয়তা হারানো মানুষের দল নিজ ঐশ্বর্যে বৈশিষ্টমন্ডিত হোন। আমরা এখনও যান্ত্রিক হয়ে উঠতে পারিনি। এখনও আমরা প্রিয়জনকে বছরের ১২ মাসই পরিপূর্ণ আবেগ সহকারে ভালোবাসতে পারি।

যান্ত্রিকতার পথে অগ্রসরমান মানুষ সময়েই হুশিয়ার হন। জানি আজ অনেকেরই এ লেখাটি মনঃপুত হবে না। কিন্তু স্বকীয়তা ও নিজস্বতা হারানো মানুষ এক সময় আক্ষেপ করবেই সেই ভরা নদীর বাকের জন্য। ব্লগার মইনউদ্দিন খান আপনাকে ধন্যবাদ এ বিষয়ে লেখার জন্য। এ বলে শান্তি পাব যে এখনও কিছু মানুষ আছে যাদের চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়নি।

আর এ সংস্কৃতির আমদানিকারক ও প্রচারনায় অগ্রনীভূমিকা পালনকারী শফিক রেহমান সম্পর্কে কিছু বলা থেকে বিরত রইলাম যেহেতু তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা রয়েছে.......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.