আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইনস মোবারাক

এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।

ঈদ মোবারক!

থুক্কু! ভ্যালেন্টাইনস মোবারাক! আসেন ভাই কোলাকুলি করি; পেট পুড়ে ফুচকা-চটপটি খাই! রঙ-বেরঙের জামা পড়ে ঈদগাহে যাই! থুক্কু থুক্কু! ভ্যালেন্টাইনস গাহে যাই!

ঈদ মানে খুশি! আর ভ্যালেন্টাইন্স ডে মানে জরিনা, সখিনা, মমেনা, হাসি, খুশি সবাই; শত শত সাদা সাদা আন্টি(শাড়ি ইফেক্ট+মেক-আপের তেলেসমাতি!) আর লাল-নীল-হলুদ-সবুজ কিছু পাঞ্জাবীওয়ালা! চারিদিকে শুধু ‘ওয়াও’ আর ‘ওয়াও’! অন্যদিকে ঘরের মধ্যে সখিনা বানুর ‘টোয়াও-টোয়াও’ (হবু বেটার ফাদার(BF) কথা রাখেনি বলে)! ৪০০ ভোল্টেজের ছ্যাকা খাওয়া আবুল মিয়াও আজ বসে নেই। আবুল মিয়া তার ঝলসানো মন নিয়ে জরিনা বিবির পুকুরে চিলিং ওয়াটারে সাঁতার কাটতেছে আর সখিনা বানুর ‘টোয়াও-টোয়াও’ উপভোগ করছে- ‘সখিনারে... আবুলও একদিন তোর লাইগ্যা এমন ‘টোয়াও-টোয়াও’ কইরা কান্দছে...’

আসেন ভাই আসেন! কোলাকুলি করি; পেট পুড়ে ফুচকা-চটপটি খাই! রঙ-বেরঙের জামা পড়ে ঈদগাহে যাই! থুক্কু থুক্কু! ভ্যালেন্টাইনস গাহে যাই! এটা যেনতেন ডে না ভাই!
এটা বিশ্ব ভালোবাসা ডে!
ভালোবাসা ডে!!
ভালোবাসা দে!!!

হে বিশ্ব, ভালোবাসা দে...!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.