আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভাষার মাসে শিখুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী (প্রথম পাঠ)

প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাংলাদেশের প্রায় ষাট হাজার মানুষের মাতৃভাষা। এ ভাষায় যারা কথা বলে তাদের কাছে ভাষাটি ‘ইমার ঠার’ নামে পরিচিত যার অর্থ হলো ‘আমার মায়ের ভাষা’। বাংলাদেশের মৌলবীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন জায়গায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠির মানুষ বাস করে। ভাষাটি উত্তরপূর্ব ভারতের মণিপুর রাজ্যে সৃস্ট এবং এর ব্যাকরন বিশেষ করে ধ্বনিতত্ত ও শব্দকোষ মণিপুরী মৈতৈ ভাষা দ্বারা প্রভাবিত। এ ভাষার দুটি উপভাষা রয়েছে - রাজারগাঙ এবং মাদইগাঙ।

বাংলাদেশে মাদইগাঙ ভাষাভাষীর সংখ্যা তুলনামুলকভাবে বেশী। সর্বনাম পদ আমি - মি আমরা - আমি তুমি - তি তোমরা - তুমি সে - তা(পুং)/তেই(স্ত্রী) তারা - তানু আমাদের - আমারতা ক্রিয়াপদ বসা - বহানি দাঁড়ানো - উবাঅনি বলা - গুজুরানি, টটরানি পড়া - তামকরানি, পাকরানি লিখা - ইকরানি গান করা - এলাদেনা শুনা - হুনানি যাওয়া - যানা ফেরা - আলথক অনা তৈরীকরা - হঙকরানি খাওয়া - খানা পান করা - পিনা বেড়ানো - বুলানি বিশেষন পদ ভাল - হবা মন্দ - হবানেই সুন্দর - চুনা বিশ্রী - থি নরম - কঙালা শক্ত - দদা সুগন্ধ - নুংশি দিক পুর্ব - মুঙ পশ্চিম - পিছ উত্তর - অওয়াঙ দক্ষিন - খা সংখ্যা এক - আগ দুই - দুগো দশ - দশগো বিশ - আক্কুড়ি পঞ্চাশ - য়াঙখেই একশত - আহৌ হাজার - লিশিং বাক্যরীতি আর্য-ভারতীয় ভাষাশ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণে এ ভাষার বাক্যরীতির সাথে বাংলা, অসমীয়া, হিন্দী ও উড়িয়া ভাষার মিল পাওয়া যাবে। বাড়তি বৈশিষ্ঠ্যগুলো হলো - (১) এ ভাষায় বচনভেদে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়। যেমন - আমি বই পড়ি - মি লেইরিক তামকরুরি আমরা বই পড়ি - আমি লেইরিক তামকররাঙ (২) লিঙ্গভেদেও ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়। যেমন - সে (পুং) বই পড়ে - তা লেইরিক তামকরের সে (স্ত্রী) বই পড়ে - তেই লেইরিক তামকরিরি (৩) না-বোধক বাক্য হলে ক্রিয়ার পুর্বে না বসে।

যেমন - তুমি বই পড়না - তি লেইরিক না তামকরর (৪) প্রশ্নবোধক বাক্য হলে ক্রিয়ার পরে বিভক্তি বসে। যেমন - তুমি কি বই পড়? - তি লেইরিক তামকররগো? কিছু অনুবাদ কেমন আছেন - কিসারে কিতা / কিমে কিসাদে আমি এখন বাড়ী যাব - মি এবাকা গরে যিতৌগা এই সংবাদটি তাড়াতাড়ি পাঠাও - পৌ এহান চালাক্ক দিয়াবেঠা সে আমার বন্ধু - তা মোর মারুপগো তোমার চেহারা ভারি সুন্দর - তর মেইথঙহান জবরে চুনা তুমি কি আমার সঙ্গে যাবে - তি মর লগে আহরগো/আহুরিগো তুমি কি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা জান - তি ইমার ঠার হারপারগো রবীন্দ্রনাথের লেখা আমার খুব ভাল লাগে - রবীন্দ্রনাথর ইকরা মরতা হবা লাগের আমি তোমাকে ভালবাসি - মি তরে বানা পাউরি ধন্যবাদ - থাকাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.