আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। কিছু সমস্যার কথা (মুন্না)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আচ্ছা, মনে কি একটা প্রশ্ন জাগেনা? সামহোয়ারের বর্তমান ইউজার সংখ্যা কত? হিসাব করলে দেখা যাবে কমপক্ষে ১০০০০+ হয়ে গেছে এতদিনে।

কিন্তু এই ১০০০০ ইউজারের মধ্যে লগ-ইন করে কয়জন? এই প্রশ্নের জবার খুজলে দেখা যাবে বড়জোর ৩০০০ জন। তাহলে বাকিরা??? উত্তরটা আমিই দিচ্ছি। সেইদিন একবন্ধুর অনুরোধে তার নামে একটা ইউজার একাউন্ট খুলতে গিয়ে দেখলাম সেই ইউজারনেম দখলে। তারপর দখল করাটায় ঢুকলাম। ঢুকেই থ।

একাউন্টটাকে একটিভেটই করা হয়নি। মানে সামহোয়ারের যে লিংকটি মেইল করা হয় একাউন্ট খোলার পর সেটার ভিতরে দেয়া লিংকে ক্লিক করাই হয়নি। তাহলে??? খুজলে এমন ইউজার পাবেন ২০০০ এর বেশি। সত্যি বলছি! এখানে ইউজারদের যেরকম দোষ আছে সেরকম সামহোয়ারেরও দোষ আছে। আমার বন্ধুটিকে অন্য নিকে একাউন্ট খুলে দিলাম।

কিন্তু এখন পর্যন্ত সে নাকি কনফার্মেশন মেইলটা পায়নি। তাহলে একটিভেট করবে কিভাবে??? কর্তৃপক্ষের কাছে অনুরোধ প্যাচালীর মতো যেইসব একাউন্ট খোলা হয় সেগুলোকে একটিভেট করা না হলে ১৫/৩০ দিন পরে কেটে দিন। নাহলে একসময় দেখা যাবে সামহোয়ারের ইউজার ৫০০০০। কিন্তু একটিভেট করা মাত্র ১০০০০-১৫০০০ জন। এটা সামহোয়ারের জন্য মোটেও সম্মানজনক হবে না।

আবার এখন দেখছি একই নিকের অনেক ব্লগারদেরকে। যেমন, ষড়ভুজ, শিলা, এই আমি। খুজলে হয়তো আরও অনেক পাওয়া যাবে। এ ব্যপারগুলোতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.