আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সপ্তম থুক্কু, সামহোয়ারইনব্লগ এর সপ্তম আশ্চর্য ঘটনা গুলোর মধ্যে কাকতালীয় ভাবে ঘটে যাওয়া একটি ঘটনা।

নিঃস্বার্থভাবে সহযোগিতা করার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ!

আজ সকালে ঘুম থেকে উঠেই যখন সামু তে প্রথম প্রবেশ করলাম এবং আমার নিজের ব্লগে ঢুকলাম। তারপর আমি তো অবাক!!! হটাত করেই চোখ পড়লো আমার "ব্লগার পরিসংখ্যান" এর দিকে। তাকিয়ে দেখি ওটা ছিল ঠিক নিচের ছবির মতন। তাই দেরি না করেই ওটার একটা স্ক্রীনশট নিয়ে নিলাম। ...... ...... ...... ইচ্ছে করলে এখনই আমার ব্লগার পরিসংখ্যান চেক করতে পারেন।

তবে সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু মন্তব্য পেয়েছি এবং করেছি এবং পোস্ট এ কিছু হিট ও পেয়েছি এবং একটি পোস্ট করেছি সুতরাং এখন কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক আমি সাধারনত খুব একটা ব্লগিং করি না। আর করলেও এরকম ছোট খাটো পোস্ট করি না। যদিও পোস্ট টা একটু ফালতু হয়ে গেল এই জন্য আমি দুঃখিত। তবে যারা ঢুকেছেন তাদের কে একেবার খালি হাতে ফিরিয়ে না দিয়ে আমার পুর্বে করা কয়েকটি জনপ্রিয় পোস্ট এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম।

ধন্যবাদ সবাই কে। সামুতে আমার ২ বছর উপলক্ষেঃ বেস্ট অফ সাইফ ডিজিটাল যুগে চোরের দিন শেষ! ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! (অনেক জনপ্রিয় একটি পোস্ট) প্রতিদিন ইন্টারনেট থেকে যে কোন মোবাইল বা ফোন এবং যে কোন দেশে ফ্রী কল করে সবাই কে চমকে দিন!!! - (ফ্রী জিনিস) আনলিমিটেড ফ্রী এসএমএস এর আরও একটি নতুন সাইট সংগ্রেহে রাখুন!অবশ্যই রেজিস্ট্রেশান ছাড়া এবং ১০০% কাজ করছে (এটাও ফ্রী) ইন্টারনেটে আয় বিষয়ক পোস্ট (বড় লোক না হলেও ফকির হবেন না। যাই হোক সবাই কে ধন্যবাদ ভালো থাকবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.