আমাদের কথা খুঁজে নিন

   

বানর জাতির প্রকারভেদ

জনাব বান্দর মিঞা, সদর ঘাটে গিয়া, বান্দরের গেঞ্জি কিনে, চাইর টাকা দিয়া
বানর মানুষের পুর্বপুরুষ, ডারউইন সাহেব দেড়শ বছর আগে সেটা বলে গেছেন। এ সত্ত্বেও বানর জাতির প্রতি মানুষের অবহেলা দুঃখজনক। দুনিয়ার অনেক দেশে বানরদের পুজাও করা হয়। দেশে সেইটা করা হউক, তা বানরদের দাবি নহে। তবে বানরের প্রকারভেদ সম্ফর্কে সবার অবগত হউক, ইহা বানর জাতিরা চায়।

বানর জাতি হলো Hominoidea গোত্রের অন্তর্গত। এই গোত্রের মইদ্যে রয়েচে - Hylobatidae পরিবার, যার মদ্যে ৪টি গন এবং ১৩টি প্রজাতি আচে। এর উদাহরন অইল গিবন দরনের বুকা বান্দরেরা। সুজা কতায় বানরের মইদে আবুল বানরেরা - Hominidae পরিবার অইল চালাক বানরের গুস্টি। এর মইদ্যে আচে উরাং উটাং, গরিলা, শিম্পাঞ্জি আর মানুস।

ইহারা অতি ছালাক। ইহাদের মাতায় কাটাল ভাঙ্গা অসম্ভব বেপার। এই খানে বলিতে চাই, উল্লুক ও বেবুন দরনের প্রানিরা বান্দর নহে। উহারা প্রাইমেট মাগার বান্দর গুস্টির সদইস্য না। বানর জাতির দাবি, উহাদেরকে বানর কহিয়া বানর জাতির মইদ্যে বেকুব ও মস্তান দরনের লুক ডুকানো যাতে না হয়।

বানর জাতির পক্ষে, -- বান্দর মিঞা ঠিকানা, আম গাচ, পলাশি, ডাকা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।