আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী বানর

এক বাংঙ্গালী লোক বিদেশে গিয়েছে কিন্তু সে ইংলিশ বলতে পারে না এবং ইংলিশ বোঝেও না কিন্তু সে মুকাভিনয় "অর্থাৎ" ইসারায় লোকদের সব বুঝাতে পারে, তো সে বিদেশে একটি চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানায় সে ইশারায় কথা বলতে লাগল অনেক লোক তাকে দেখে কিছু টাকা পেলো। তার পর একটি লোক এলো, সে ছিল চিড়িয়াখানার ম্যানেজার, সে বলল আমাদের চিড়িয়াখানার একটি বাণর হারিয়ে গেছে, যদি তুমি বানর-এর পোশাক পরে অভিনয় কর তাহলে মাসে মাসে অনেক টাকা দেব , বাংঙ্গালী লোক কথাটি শুনে খুব খুশি হল, সে বলল হ্যাঁ হ্যাঁ আমি রাজি তো সে বানরের কাপড় পড়ে মানুষকে খুশি করতো, অনেক দিন যাবার পর সে ম্যানেজারকে বলল এই এক কাজ আমার আর ভাল লাগে না । তখন ম্যানেজার বলল তুমি তোমার পাশে যে সিংহের খাঁচা আছে তুমি সেখানে যেতে পার । তার পর সে সিংহের খাঁচায় কিছু দিন যাওয়ার পর হঠাৎ সে এক দিন আটকা পড়ে গেল সিংহ তাকে দেখে তার সামনে এসে এক গর্জন সে তো বাচার জন্য চিৎকার করে উঠলো বাচাও বাচাও বাচাও বাচাও হঠাৎ সিংহ উঠে বলল থাম থাম লোক শুনলে তোর চাকরী তো যাবে যাবে সাথে সাথে আমারটাও যাবে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.