আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ বানর

http://joyodrath.blogspot.com/

কেন যে ভাবতাম দূর অরণ্যের কথা, জানেন বিধাতা জোড়া-বনস্পতি বৃষ্টিবিদ্যুতের উপহাসে সেখানে চোখামাথা খোড়লভর্তি ওদের সবুজ বানর -- ঝিমাতে ঝিমাতে দেখছিল আমাকে -- কেন যে আমাকেই দেখছিল? জানেন বিধাতা? দমকা হাওয়া এল একদিন। পরিত্যক্ত গুদাম ঘরের ছত্রিশ বছরের জং ধরা দরজা ভেঙ্গে বেরিয়ে এসে সে কী আক্রোশ তার! দোকানগুলোর শাটার নামল ঝপাং ঝপাৎ একেবারে নিরাশ্রয় হল চারশ’ চল্লিশ ভোল্টের সব লাইটপোস্ট আর ফাঁকা ময়দানে ওরা -- অসংখ্য সবুজ বানর, বোধকরি চায়ের স্টলের নিভন্ত চুল্লী থেকে -- বেরুল দলে দলে। আমার হঠাৎ পানাভর্তি পুকুরের কথা ভেবে খুব হাসি পেল -- কেন যে ভাবতে গেলাম ওসব -- আর হাওয়া এল শিলাবৃষ্টি সহ! গত দশকের স্থাপত্য টুকরা টুকরা হয়ে ছড়িয়ে পড়ছিল আগামী শতকের খরার উপরে -- এই প্রলয়ের জন্য কাকে দায়ী করে স্বস্তি পাই বলো বসুন্ধরা -- দ্বিতীয় বরফ যুগ আমাকে খামোখাই মাংসাশী বানাল! কেন যে ভাবি নাই পরবর্তী বসন্তের কথা, শোকগ্রস্ত সে ন্যাড়া ডালগুলো তার কুড়ি মেলছে সাধ্যমত -- এদিক ওদিক মাইল-মাইল বরফে ও জলে ঝিকিয়ে উঠছে রোদ, নূহ নবী শুকাতে দিয়েছে নৌকা, ক্লোনড পশুপাখি, হাইব্রিড ধান ও বারূদ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।