আমাদের কথা খুঁজে নিন

   

আইসা গেছি মামুজান, বইতে দেন!

মন আমার ডাইনে বায়ে লাফ দেয়, কখনোই রাস্তা মত যায় না। ধর্ম কর্ম আমারে মানায় না, তাই আমার বাপও আমারে ভালা পায় না। তয় আমি বড়ই খাইতে ভালোবাসি, কারন মৌসুমী ফলেই আছে জগতের সুখ!

ভেজালের শেষ নাই এই দুনিয়ায়। বাসায় বাপে গুতায়া কয়,"ঢাকায় যা, ঢাকায় যা। " মনে হয় হাতে তসবী লইয়া দিনের বেলা হের এক জিকির, ঢাকায় যা, ঢাকায় যা।

। ঢাকায় তো হের সব শ্বশুরেরা থাকে যা গেলেই চাকরী দিবো আমারে! চিন্তা ভাবনা কইরা একটা চুক্তি করলাম বাপের লগে, প্রতি মাসে বাসা ভাড়া বাবদ ১৫০০ টাকা আর খাওন বাবদ ৫০০০ টাকা দিলে তাইলেই ঢাকা যামু। বাপে দেখি ২ রাকাত নফল নামাজ পইড়া সুরেশ্বরের পান খাইতে খাইতে রাজী হইয়া গেলো, আর আমিও দেখি লে হালুয়া, আইসা পড়লাম ঢাকা! বন্ধুর দেখি অভাব নাই, আর অভাব নাই কাকের। কবে জানি হুনছিলাম ঢাকায় নাকি কাকের চেয়ে কবির সংখ্যা বেশী। আয় আইজকা! কি মজার ঢাকা! আমি যেমুন নতুন এই ঢাকা শহরে, তেমনি নতুন এই ব্লগে।

ক্লাশের সুন্দরী মাইয়া নওরীন কইলো," আজাইড়া না বইসা বোলগাও!" আমি কইলাম,"বোলগানী? এইটা আবার কি, এইটা কি গুলতানী?" একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একখান সিম লইয়া ইন্টারনেট খুইলা কয়দিন পইড়া দেখলাম-এইখানে মনে হয় মজা আছে! মাগার সুধী বৃন্দ সকল আমি কিন্তু পিএইচডি-ইন-শয়তানী, তাই খেয়াল কইরা! আমারে এখন স্বাগতম জানাইয়া ধন্য করেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।