আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আইসা মন খারাপ হয়া গেল....

জীবন নিয়ে ভাবি, কিন্তু কক্ষনও সিরিয়াস না। ব্লগ জীবনে আমার প্রথম পদার্পণ সামু তে। রেজিস্ট্রেশন করার পর ভালো ভালো পোস্ট দিতে লাগলাম। প্রচুর পড়তে লাগলাম। কিন্তু আমি সেফ হইতে পারতাছিলাম না।

এই নিয়া রাগে দুঃখে পোস্ট ও দিলাম যে "আর কত কাঠ খড় পোড়াইলে আমি সেফ হব। " এর পর কেটে গেল অনেক দিন। প্রায় প্রতিদিনই আসি, দেখি, স্রোতের মত পোস্ট আসছে, যাচ্ছে, একটা মানসম্মত পোস্ট খুঁজে পাওয়া খুব কষ্ট। কিছু পোস্টে কিছু লেখা থাকে যে খুব বাজে অনুভূতি হয়। মডারেশন নিয়ে শুধু আমি একটা কথাই বলবো যে একটু নজর রাখুন।

সামু বর্তমানে সাড়া পৃথিবীতে জনপ্রিয়। এর মান রাখার দায়িত্ব আপনার, আমার, সকলের। ফালতু এবং আজাইরা ফেসবুক টাইপের পোস্ট দিয়া কি লাভ??? মন যা চায় তা লিখেন ঠিক আছে। কিন্তু আপনার মনের উপর একটু নিয়ন্ত্রন কি আনা যায় না। সবাইকে বলব, ভাই, একটু সংযত হন।

আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ। আসুন আমরা সবাই মিলে সমৃদ্ধ লেখা দিয়ে সামুকে ভরিয়ে তুলি। সামু হোক আমাদের সবার মনের খোলা জানালা, যে জানালা দিয়ে শুধু সুগন্ধ আসে এবং দুর্গন্ধ ফিল্টার হয়ে বাইরে রয়ে যায়। পড়ার জন্য সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.