আমাদের কথা খুঁজে নিন

   

পিতার স্নেহময় মাতৃভূমি

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

এই মৃত কাঠ আর প্রাণময় বৃক্ষ এই রাহুগ্রস্থ সময়ের ধূসরতা, প্রাণের বাঁশরী তোমার কল্যাণময়ী অনন্ত হাত, হাতের আঙুল, মাদক তরলে। ক্ষয়িষ্ঞু শরীরে বিপ্লবের প্রকট গন্ধ। আমার লোহু সিক্ত ভূমির মাটি পিতার বীর্যের উত্তরাধিকারে সিঞ্চিত মাতার জরায়ুতে উষ্ঞ প্রণতি। সর্বগ্রাসী ব্যাধি আমার ভিতর -- সংক্রামিত সঞ্চালিত এই জনপদে রন্ধ্রে রন্ধ্রে পান্ডু রোগে। এই সবুজ দেশ, আমার প্রণয়ীর ছিনাল উঠোন, পিতার স্নেহময় মাতৃভূমি। গাছের পাতায় সব আগুনের ফুল, ঠুলি পরা চোখে দেখি বিষণ্ণ সকাল। রৌদ্রময় দেশের কামাতুর প্রতীক্ষার বাসনায় দহিত রাতে তীব্রতম লালসায় আমি অপ্রস্তুত মেনে নিতে অপেক্ষার কোন প্রহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.