আমাদের কথা খুঁজে নিন

   

মাদাম তুসোর ভাস্কর্য

/

অস্পৃশ্য ? আত্মার মুখোমুখি : কোমল স্পর্শ আমাকে ছোঁয় না ? গলিত মোমের ধর্ম দ্বারা অচ্ছুৎ তেল জল জাতীয় নেয়ামতের কাছে অভেদ্য আস্তর সামান্য বাতাসে দুলে উঠি, দীর্ঘশ্বাসের তীব্র ঝড়ে টুটিফাটা চৌচির হয়ে পুণরায় সংযুক্ত অভিন্ন দেয়াল। নুয়ে পড়ি আগুনে বাতাসে আঘাতে জলে ঢেউয়ে দুলে ভাসি বর্ণনাতীত কষ্টতে মোম সদৃশ ? ঝরা অশ্রুবিন্দু গায়ে জমে গায়েই লেপা। ফুসফুসে মৌমাছির কক্ষ ; মোমের প্রলেপ মাখা পিঞ্জর ষঢ়ভুজ প্রকোষ্ঠ ভয়ংকর ? কাল খোপের মধ্যে অস্পষ্ট গুনগুন পুস্পিত সৌন্দর্যের যন্ত্রনা মোম হয়ে জমতে থাকে। মোমবাতি জন্ম থেকে জ্বলতে থাকে জ্বলতে জ্বলতে গলতে থাকে গলা বিন্দুরা এক সময় গায়েই জমে যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।