আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভীষণ লজ্জা করে

জয় বাংলা

আজকে যখন দেখি- আমার দেশের মধ্যিখানে রাজাকার গেড়েছে পোক্ত আবাসভূমি, আমার ভীষণ লজ্জা করে চোখ বুজে রাত্রি যাপনে; ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে ৭১'র শহীদ যদি আসে। বলবো কি তাকে, যদি আমায় প্রশ্ন করে- এ কোন বাংলাদেশ গড়লে অনেক রাতের পরে। আজকে যখন দেখি- আমার দেশের সংখ্যালঘু (ধর্ম বিচারে) যাচ্ছে ছেড়ে প্রিয় মাতৃভূমি, আমার ভীষণ লজ্জা করে মুসলিম হয়ে থাকতে এ দেশে; আমার গায়ের রমেশ যদি রক্তমাখা গতর নিয়ে আবার জেগে উঠে। বলবো কি তাকে, যদি আমায় প্রশ্ন করে- ৭১ এর দরকার কি ছিল, ৪৭ যখন আসলো ফিরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।