আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেসী এবং ব্লগ নিরাপত্তা : কর্তৃপক্ষ এবং সহব্লগারদের দৃষ্টি আকর্ষন

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

গত ২৪ ঘন্টায় আমার ব্লগ পাসওয়ার্ড হ্যাক করার জন্য মোট ৩০বার চেষ্টা করা হয়েছে । আমি আমার ই-মেইল এ্যাকাউন্টে সামহোয়্যারইন এর পাসওয়ার্ড ম্যানেজার এর কাছ থেকে মোট ৩০টি মেইল পেয়েছি আমার পাসওয়ার্ড পরিবর্তন সংক্রান্ত যদিও আমি কখনোই আমার পাসওযার্ড পরিবর্তনের অনুরোধ করিনি। এর আগে যেহেতু সামহোয়্যারইন এর পাসওয়ার্ড হ্যাক করে বিভিন্ন নাটকের জন্ম দেয়া হয়েছে তাই আমার ক্ষেত্রেও এমন ব্যাপার ঘটবেনা তা নিশ্চিত নই। আমার সাম্প্রতিক গালিগালাজ এবং অশ্লীলতা বিরোধী অবস্থান এই ক্ষেত্রে কারন হতে পারে, তবে নিশ্চিত করে জানিনা আমার প্রাইভেসীর উপর এই আক্রমণের কারন কি? এই অবস্থায় আমি কিছুটা হলেও ইন-সিকিওরড বোধ করছি এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের এ সহব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যেই কোন সমস্যাতে জানিয়েছি তবে এর সাথে সহব্লগারদের মাঝে আমার সাধারণ ভাবমূর্তি জড়িত থাকার কারণে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানিনা যারা এই চেষ্টা করছেন তারা সফল হবেন কিনা, যদি সফল হন তাহলে যদি আমার ব্লগ নিক ব্যবহার করে কোন আপত্তিকর পোষ্ট দেয়া হয় বা কোন নাটক করা হয় তাহলে আমি তার দায়দায়িত্ব নিবোনা এবং কর্তৃপক্ষকে আমার অনুপস্থিতিতে ব্যবস্থা নেবার জন্য আগে থেকেই অনুরোধ জানাচ্ছি । আর সবার দৃষ্টি আকর্ষণের জন্য এই পোষ্টে যেহেতু আলোচনার কোন প্রয়োজন নেই তাই এই পোষ্টে আমি কোনও মন্তব্য গ্রহণ করবোনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।