আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণ হোক বিলীন

এসো স্বপ্নকে বাস্তবে রূপ দেই... আজ নতুন বছরের নতুন একটা দিন- আজ থেকে বহু বছর আগে এই দিনে এই দেশে 'ধর্ষণ' এই শব্দটা হয়েছিল বিলীন। সেই থেকে আর পত্রিকা খুলে নিজের অজান্তে মনের ভুলে কাঁদেনি সকালের ঘুম ভাঙ্গা মন সুখে আছে আমার দেশের জনগন। ভয়ে ভয়ে থাকা বোনটি আমার আজ নির্ভয়ে চলে, বাঁধা নাই আর তার আজ সুর আছে তাল আছে খোলা মন তাই সুখে আছে আমার দেশের জনগন। সেই দিনে নচ্ছার যত বেপরোয়া একে একে ফাসির কাষ্ঠে ঝুলেছিল তারা সেই থেকে তোমরা আমরা আপন জন সেই থেকে সুখে আছে তোমার আমার বোন। যারা বলে এর শাস্তি মৃত্যুদণ্ড বড় কঠিন আমি বলি কি করতে যদি হত তোমার বোনের দিন? ওরা বলে আমি নিজের হাতে করতাম খুন আমি বলি তাহলে এইবার ভেবে দেখুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।