আমাদের কথা খুঁজে নিন

   

বিএপির নিবার্চনী প্রস্তুতি: ১৩৫ আসন বাদ রেখে ১২৮ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চুড়ান্ত



আগামী দশম জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে দেশের প্রধান বিরোধীদল ও ১৮ দলীয় জোট তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকার বিরোদি আন্দোলনের পাশাপাশি সংসদ নিবার্চনের প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে মাঠ পযায়ে জরিপও সম্পন্ন করেছে দলটি। দেশি বিদেশী বেসরকারী বিশেষ প্রতিষ্ঠান ও দলের সিনিয়র অনেক নেতা কর্মী সমর্থক দিয়ে ও প্রায় সব আসনেই জরিপ চালানো হয়েছে বলে বিএনপি একটি নির্ভর যোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে মতে প্রাপ্ত তথ্যে জানা গেছে জনপ্রিয়তা ছাড়াও গত ৪ বছরে রাজনৈতিক কর্মকান্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জরিপে। এছাড়া এ জরিপে সচ্ছ ভাবমুর্তি সম্পন্ন সামগ্রীক নেতা কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

জরিপে সাবেক সংসদ সদস্য বা একাদিক বার মনোনয়ন পেয়েছেন এমন শতাধিক নেতা আগামী নিবার্চনে বাদ পরতে পারে। সে ক্ষেত্রে ওইসব আসনে আসতে পারে নতুন মুখ । সূত্রে আরও জানা গেছে আগামী নিবার্চনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ১৮ দলীয় জোটকে তাদের দাবী অনুযায়ী ৩৭ টি আসন ছেড়ে দিয়েছেন। তবে আসন ভাগাভাগির ক্ষেত্রে জোটের শরিক জামাতে ইসলামী সব্বর্চ ২৫, বাংলাদেশ জাতীয় পাটি ৩, ক্ষেলাফত মজলিশ ২, শফিউল আলম প্রধানের জাতীয় গণতান্ত্রিীক পাটি ১, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পাটি ১, ওলামায়ে ইসলাম ১, শওকত হোসেন নীলুর বাংলাদেশ পিপলস পাটি (এনপিপি) ১, আসন সহ নির্বচনে যোগ্য এমন অনেক দলকে দুই একটি আসন দেওয়া হতে পারে। তবে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন আদায়ের আন্দোলনের বিজয়ের পর এই মনোনয়ন চুড়ান্ত হবে।

সূত্রে জানায় বিএনপি তাদের ২৬৩ আসনের মধ্যে ১৩৫ আসন বাদ বাদ রেখে ১২৮ আসনে খসড়া মনোনয়ন তালিকা প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছেন। খসড়া তালিকা অনুযায়ী ১২৮ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীরা হলেন, মির্জা ফকরুল ইসলাম আলমঙ্গীর ঠাঁকুরগাও ১, ব্যারিষ্টার মওদুদ আহমেদ নোয়াখালী-৫, এন কে আনোয়ার কুমিল্লা-২, ব্রি জে (অবঃ) আসম হান্নান শাহ গাজীপুর-৪ এম শামসুল ইসলাম মুন্সিগঞ্জ-৩, রফিকুল ইসলাম মিয়া ঢাকা-১৬, মির্জা আব্বাস ঢাকা- ৮, আব্দুল আল নোমান চট্রগ্রাম-৯, আমান উল্লাহ আমান ঢাকা-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, তরিকুল ইসলাম যশোর -সদর, এমএ মান্নান গাজীপুর-৭, লেঃ জেঃ (অবঃ) মাহববুর রহমান দিনাজপুর-২, ডঃ ওসমান ফারুক কিশোরগঞ্জ- ৪, মজিবুর রহমান সরোয়ার বরিশাল- সদর, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ ভোলা-৩, হাফিজ ইব্রাহিম ভোলা-২,তাহমিনা রুশদী লুনা (নিখোজ ইরিয়াছের স্ত্রী) – সিলেট-২, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্রগ্রাম-১০, এহসানুল হক মিলন চাদঁপুর-১, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষীপুর -৪, আব্দুল মমিন চেধৈুরী তালুকদার বগুড়া-৩, এস এ খালেক ঢাকা-১৪, এম মোর্শেদ খান চট্রগ্রাম- ৭, আমজাদ হোসেন মেহেরপুর-২, একে এম হাফিজুর রহমান বগুড়া-২, জেড আই মোস্তাফা আলী মুকুল বগুড়া- ৪, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু (বিকল্প)তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ঢাকা-৭, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকা-১৩, নজরুল ইসলাম মন্জু খুলনা-২, নাজিম উদ্দিন আহম্মেদ লক্ষিপুর-১, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খ্কোন নোয়াখালী-১, জেড এম ম্স্তোাফা আলী বগুড়া-৪, সুলতান সালাহউদ্দিন টুকু টাঙ্গাইল-২, সেলিমা রহমান ররিশাল-৩, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি চট্রগ্রাম-৪, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩, জয়নাল আবেদিন ফেনি-২, আইয়ুর যশোর-৪, ডঃ আব্দুল মঈন খান নরসিংদী-২, ডঃ খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা-১, সালাউদ্দিন আহমেদ ঢাকা-৫, সাদেক হেসেন খোকা ঢাকা-৬, আব্দুল মান্নান ঢাকা-১, এ্্যাঃ খন্দকার মাহবুব হোসেন বরগুনা-২, এ কে এম মোশারফ হোসেন ময়মনসিংহ-৪, আশরাফ উদ্দিন নিজাম লক্ষিপুর -৪, ফজলুল হক মিলন গাজিপুর-৪, দিলদার হোসেন সেলিম সিলেট-৪, আহমেদ আজম খান টাঙ্গাইল-৮, কলিম উদ্দিন আহম্মেদ মিলন সুনাম গঞ্জ -৫, সমীরন দেওয়ান পার্বত্য খাগড়াছড়ি-সদর, সরওয়ার জামাল নিজাম চট্রগাম-১২, আখতার হামিদ সিদ্দিকি নওগা-৩, কামর উদ্দিন এহিয়া খান মজলিশ সিরাজগঞ্জ-৬, আফজাল এইচ খান ময়মনসিংহ- ১, শাহনুরুল কবির ময়মনসিংহ- ৮, নাজিম উদ্দিন আলম ভোলা- ৪, শেখ সুজাত মিয়া হবিগঞ্জ- ১, আবুল হায়াত মোহাম্দ সামসুল আলম প্রাং নওগা-৪, আফরোজা খান মিতা মানিকগঞ্জ-২, মোজাহার হোসেন পঞ্চগড় -২, মাসুদ অরুন মেহেরপুর-১, ব্যারিষ্টারঃ কায়সার কামাল নেত্রকোনা-১, এম এ সাখাওয়াত হোসেন জীবন হবিগঞ্জ-২, নাছির চৌধুরী সুনামগঞ্জ-২, ফজলুর রহমান পটল নাটোর-১, নাসিরুল হক সাবু রাজরাড়ি-২, লুৎফর রহমান টাঙ্গইল-৪, লুৎফর রহমান খান আজাদ টাঙ্গইল-৩, সামসুজ্জোহা খান নওগা-২, মোহাম্মদ আসলাম চৌধুরী চট্রগ্রাম-৩, সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা তার স্ত্রী ফারহা কাদের চৌধুরী চট্রগ্রাম-৬, জাফরুল ইসলাম চৌধূরী চট্রগ্রাম-১৫, মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩, মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২, মহাম্মদ মোশারফ হোসেন ফেনী-৪, আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১, খায়রুল কবির খোকন- নরসিংদী-১, আসাদুল হাবিব দুদু-লালমনিরহাট-৩, আবুল খায়ের ভুইয়া লক্ষিপুর-২,বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩, মাজহারুল হক প্রধান পঞ্চগড়-১, মজিবুর রহমান সারোয়ার বরিশাল-৫, মিজানুর রহমান মিনু রাজশাহী-২, মেজবা উদ্দিন ফরহাদ বরিশাল-৪, মোজাম্মেল হক নাটোর-৪, মোজাহার আলী প্রধান জয়পুর হাট-১, রুমানা মাহমুদ অথবা ইকবাল হাসান মাহামুদ টুকু সিরাজগঞ্জ-১, লুৎফর রহমান (কাজল) কক্সবাজার-৩, গিয়াস কাদের চৌধুরী চট্রগ্রাম-৫, গোলাম মোস্তাফা জয়পুর হাট-২, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা-১৯, হাফিজ উদ্নি আহম্মদ বীর বিক্রম ভোলা-৩, আবুল কালাম আজাদ সিদ্দিক টাঙ্গাইল-৭, এ বি এম মোশাফর হেসেন পটুয়া খালি-৪, হারুনুর রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-৩, হাসিনা আহমেদ অথবা তার স্বামী (দলের যুগ্ন মহাসচিব) সালা উদ্দিন আহমেদ কক্সবাজার-১, শাজাহান চৌধুরী কক্সবাজার-৪, ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪, মোঃ শাহাজাহান নোয়াখালী-৪, লুৎফর রহমান বাবরের স্ত্রী তাহমিনা জামাল নেত্রকোনা-১, রহিম উদ্দিন ভরসা রংপুর-৪, হাসান উদ্দিন গাজিপুর-২, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২, জানে আলম খোকা বগুড়া-৫, সেচ্ছএসবদ দল সভাপতি হাবিব উননবী খান সোহেলকে ঢাকার যে কোন আসনে মনোয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়া-৬,৭- ও ফেনি-১ সহ ৫ টি আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া বিজয়ের লক্ষে জোট প্রধান বেগম খালেদা জিয়া অত্যান্ত নিবিড় ভাবে নিবার্চনে জয় পরাজয় পর্যবেক্ষনের নিরিখে এবং সংস্কারপন্থী অনেককে সরিয়ে নিজে প্রার্থী মনোনীত করবেন বলে জানা গেছে। যে সমস্ত আসনে প্রার্থী বদল করে বিকল্প প্রার্থীর কথা মাথায় রেখেছেন সেই আসনগুলো হলো, কিশোর গঞ্জ-১, ব্রাক্ষনবাড়ীয়া-৩, ঢাকা-৪, ঢাকা-৯,ঢাকা-১০,ঢাকা-১১,ঢাকা-১২,হামিদুল্লাখান বীর প্রতীক ঢাকা-১৫, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, তানবীর আহম্মেদ সিদ্দিকী (বহিঃ) গাজিপুর -১, রাজশাহী-৫, নরায়নগঞ্জ-৩, ব্রাক্ষনবাড়ীয়া-৬, হবীগঞ্জ-৩, নরায়নগঞ্জ-৫, বরিশাল-৬, সিরাজগঞ্জ-৩, খুলনা-১, এ্যাডঃ খন্দোকার দেলোয়ার হোসেন (মৃত) মানিকগঞ্জ-১, সিলেট-৩, পটুয়াখালী-৩, রাজবাড়ী-১, নেত্রকোনা-২, ঝালকাটি-২, কুমিল্লা-৫, বগুড়া-২, জামালপুর-২, নারায়নগঞ্জ-২, দিনাজপুর-৫, পাবনা-২, চট্রগ্রাম-১, মৌলভীবাজার-১, ময়মনসিংহ-৩, বাগের হাট-২, সিরাজগঞ্জ-৪, কুমিল্লা-৯, রাজশ্হাী-১, চট্রগ্রাম-৭, ব্রাক্ষনবাড়ীয়া-১, হবিগঞ্জ-৪, গোপালগঞ্জ-৩, রাজশাহী-৩, নাটোর-৩, নারায়নগঞ্জ-১, ব্রাক্ষনবাড়ীয়া-৫, খুলনা-৩, শরীয়তপুর-৩, ময়মনসিংহ-৯, চট্রগ্রাম-১১, টাঙ্গাইল-৬, কুমিল্লা-৮, নরসিংদী-৫, কিশোরগঞ্জ-৩, চাঁদপুর-৩, ময়মনসিংহ-১১, নড়াইল-১, কিশোরগঞ্জ-৫, বড়গুনা-১, টাংগাইল-৫, ব্রাক্ষনবাড়ীয়-৪, রাজশাহী-৪, চুয়াডাঙ্গা-১, কশোরগঞ্জ-৬, পার্বত্যরাঙ্গামাটি- সদর, দিনাজপুর-৪, কুমিল্লা-১০, যশোর-৬, ঝিনাইদহ-১, নিলফামারি-৪, মাগুড়া-১, কুমিল্লা-৭, জাহেদ আলী চৌধুরী (মৃত) শেরপুর-২, কুড়িগ্রাম-২, পিরোজপুর-২, কুড়িগ্রাম-৩, ঝিনাইদহ-২, লক্ষিপুর-৩, শেরপুর-৩, শৌলভীবাজার-৪, ঝিনাইদহ-৩,নারায়নগঞ্জ-৪, সাইদুর রাহমান (মৃত) সিলেট-১, মাদারপুর-৩, গাইবান্দা- ৫, গোপালগঞ্জ-২, রাজশ্হাী-৬, নওগা-৬, রাংপুর-৩, সিরাজগঞ্জ-১, নওগা-৫, মেহেরপুর-২, চাপাইনবাবগঞ্জ-২, কুষ্টিয়া-১, নওগা-১, ঠাকুরগা-৩, চাদপুর-২, জামালপুর-৪, জামালপুর-৩, পটুয়াখালী-২, ফরিদপুর-৪, পিরোজপুর-৩, চাপাইনবাবগঞ্জ-১, বগুড়া-১, শরীয়তপুর-২, পাবনা-৪, জামালপুর-৫, গোপালগঞ্জ-১, সাতক্ষিরা-১চাদপুর-৪, চাপাইনবাবগঞ্জ-৩, কুমিল্লা-৪, চট্রগ্রাম-১৬, গাজিপুর-৪, নেত্রকোন-৫, চাদপুর-৫, ময়মনসিংহ-৫, নরসিংদী-৪, চট্রগ্রাম-১৩, চট্রগ্রাম-৮, সুনামগঞ্জ-১, নড়াইল-২, খুলনা-৪, কুষ্টিয়া-২, ফরিদপুর-২, ময়মনসিংহ-২, ফরিদপুর-১, মুন্সিগঞ্জ-১, বরিশাল-১, কুড়িগ্রাম-১, পাবনা-৩, নাটোর-২, লালমনিরহাট-২, জামালপুর-১, কিশোরগঞ্জ-২, মাদারীপুর-২ ও ময়মনসিংহ-১০। #


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।