আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত্র. . . . মির্জা ফখরুল সাব বা বিএপির ভক্তরা এনচার দিবেন কি?

আমার লেখা পড়ে..................

কোঁকোঁ সাবের চুরি করা, ফরেনে আই মিন বিদেশে পাচার করা টেকা ফেরত আনচে দুদুক । আপনেরা হগলে নিউজটা জানেন । মির্জা ফখরুল সাবের বয়ানটাও অনেকে জানেন । ঠাকুরগায়ের ফেমাচ আই মিন বিক্যাত চোখা মিয়া রাজাকারের পুত্র মির্জা ফখরুল সাব কইলেন- এ সব সরকারের সাজাইন্না নাটক । এ কতা শুইনা আমি একচন মিয়া পুরাই টাসকি ইট মানে টাসকি খাইচি ।

শেখ হাসিনা সরকারের ক্ষেমতা দেইখাতো হেড আই মিন মাতাই নষ্ট । সিঙ্গাপুরের আদালত রায় দিছে কোঁকোঁ সাবের টাকা চুরির । তার সাথে আরও কয়েকটা দেশও ছিল । ইচ নট দ্যাট? সিঙ্গাপুরের আদালতরে বাধ্য করলো শেখ হাসিনা এই রায় দিতে । তার লগে আরও কয়েকটা দেশরে বাধ্য করচে কাগজ পত্র মেক আই মিন তৈরী করাইয়া দিতে ।

মামুরে মামু কি যে ক্ষেমতা । আমরিকারওতো এত ক্ষমতা নাই । ইচ নট দ্যাট? ঘটনাতো আরও বাকী । কোঁকোঁ সাবেরে যে ঘুষ দিছে এ বিষয়ে যারা ঘুষ দিচিল সেই সিমেন্স কোম্পানীও কাগজ পত্র সহ এফবিআইয়ের কাচে সাক্ষ্য দিচে । মির্জা ফখরুলের টক আই মিন কথানুযায়ী শেখ হাসিনা এফ বি আই, সিমেন্স বেবাকতের ঘাঢ়ে হাত রাইক্খ্যা কোঁকোঁ সাবের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে নাটক সাজাইচে ?! ইচ নট দ্যাট ।

আাইচ্ছা মির্জ ফখরুল সাব ও বিএনপিদের কাছে আসক আই মিন জিজ্ঞাস করি- খালেদা জিয়া যে কালো টাকারে সাদা করছে সরকারী নিয়মনুযায়ী । হেইডাও কি আওয়ামী লীগের বানাইন্না নাটক?! একচন মিয়া উপতা অইয়া ওয়েটিং ফর এনচার । একচন একচন - ডাইরেট একচন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.