আমাদের কথা খুঁজে নিন

   

"ধুমপানে বিষ পান" কথাটা আমরা জানি, কিন্তু আমরা কি মানি?

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

"ধুমপানে বিষ পান", "ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর", "ধুমপান মৃতু্ ঘটায়", "ধুমপান হৃদরোগের কারণ" উল্লেখিত বানী গুলি সিগারেটের প্যাকেট এর গায়ে অত্যান্ত সুন্দর ভাবে লিখা থাকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এ বাণীগুলো আমাদের প্রত্যাহিক জীবনে কতটুকু কাজে আসে। আমরা কি কখনো ভাবি যে একজন ধুমপায়ী পরিবেশের জন্য কতটুকু বিপদজনক। সরকার প্রকাশ্যে, জণাকীর্ণস্থানে ধুমপানের শাস্তি হিসেবে ৫০/= টাকা জরিমানা নির্ধারণ করেছ। কিন্তু এই আইনের বাস্তবে কোন প্রয়োগ আছে কি? নাকি জরিমানার আইন করেই সরকার ভাবছে সমাজ, স্বাস্থ্য ও পরিবেশের প্রতি তার দায়িত্ব শেষ। শুধু সবকার কে দোষ দিয়েই বা কি হবে, আমরাই কতটুকু সমাজ সচেতন? আমরা পারি না সামাজিক ভাবে আন্দোলন করে এই ব্যাধিকে প্রতিহত করতে?? আমরা কি পারি না আমাদের আমাদের এবং ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ উপহার দিতে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।