আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু দেশকে দুবার স্বাধীন করেছেন। কিভাবে করেছেন নিচের লেখাটি দয়া করে পড়ে দেখুন.....

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

কিছুক্ষন আগে 'ইমরোজ' ভাইয়ের একটা লেখা চোখে পড়েছে বিষয়বস্তু ছিল 'বঙ্গবন্ধু' ও 'রবীন্দ্রনাথ' নিয়ে। প্রথমে বলে রাখছি আমার এই লেখাটি পক্ষ কিংবা বিপক্ষ নেবার জন্যে না আবার বিতর্কও না। আমার নিজের মতামতটুকু আমি আপনাদের সাথে share করছি। আমি বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ দুজনকেই সম্মান ও আ্যডমায়ার করি।

দুজনের অবদান অনস্বীকার্য। যাই হোক, আমি অনেক দিন আগে 'বঙ্গবন্ধু'কে নিয়ে একটি কলাম পড়েছি(কলামটি কার এই মুহুর্তে মনে করতে পারছিনা, লন্ডনের Daily Telegraph পরে বাংলাদেশের কিছু পত্রিকায় অনুবাদ ছাপিয়েছে)। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ব্রিটেনের লর্ডসভার এক খ্যাতনামা সদস্য 'লর্ড ফেনার ব্রকওয়ে' তার শোকবাণীতে বলেছিলেন, বিশ্বে গান্ধী, ওয়াশিংটন, লেনিন প্রমুখ অনেক বড় বড় নেতা জন্মগ্রহণ করেছেন। তারা নিজের দেশকে স্বাধীন করেছেন। তারা শেখ মুজিবের চেয়ে বড় নেতা হতে পারেন, কিন্তু একটা ব্যাপারে মুজিব তাদের সবার বড়।

এসব নেতা তাদের দেশকে একবার স্বাধীন করেছেন, মুজিব তার দেশকে দুবার স্বাধীন করেছেন। এর ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে, ' মুজিব পাকিস্তানের শাসনের বিরুদ্ধে লড়াই করে একবার বাংলাদেশ'কে স্বাধীন করেছেন। তারপর তার স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র তিন মাসের মধ্যে তার ব্যক্তিত্ব ও প্রভাব প্রয়োগে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যদের অপসারণ করে দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছেন। শেখ মুজিব'কে যদি পাকিস্তানিরা তাদের জেলে বন্দি অবস্থায় মেরে ফেলত, ১৯৭২ সালের ১০ জানুয়ারী স্বদেশে আসতে না পারতেন তাহলে বাঙ্গালী'দের নব স্বাধীনতাকে গৃহশত্রু ও বহিশত্রুদের ষড়যন্ত্রের ছোবল থেকে রক্ষার্থে পাহারা দেয়ার জন্য ভারতীয় সৈন্যদের অনির্দিষ্টকাল বাংলাদেশে অবস্থান করতে হতো। এই অবস্থান বাঙ্গালী স্বাধীন চেতনাকে আহত করত এবং পরিণামে তারা বিক্ষুব্ধ হয়ে উঠত।

মুজিবের যথাসময়ে স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। আশা করি লেখাটি আপনাদের ভাল লাগব। সময় পেলে 'রবীন্দ্রনাথ' নিয়ে একদিন লিখব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.