আমাদের কথা খুঁজে নিন

   

সিউফি ছাবের মহাচিন্তা।। যদি নেংটা কইরা.....(মুনশীর টেলিস্কোপ)



আমাগো বলগের ইরানী পাগড়ীঅলা সিউফি ছাবে মহা চিন্তায় পইড়া গেছেন আইজকাইল। মনে হয় এইরম ভাবতাছেন- 'এই বেডা মুনশী কোনহান থিকা হডাত্ কইরা আইয়া রসাইয়া রসাইয়া লেইক্কা পুস্ট ছাইড়াই যাইতাছে। এই ব্লগ-দুইন্নাডাতে একমাত্র রম্যরাজ হিসাবে সিউফির একটা নামডাক আছে। হাছায় মিছায় একটা ককটেল বানাইয়া পুস্টাইয়া কত বেডার রাইতের ঘুম হারাম কইরা দিছি। রম্য করনের উছিলায় বিদ্রুপ কটাক্ষ কইরা যেই বেডার জনপ্রিয়তা বেশী হেই বেডারে আইন্না ঘোলা পানিতে চুবানি দিছি।

ইমুন তকমা-টকমা লাগাইয়া ছেড়বেড়া কইরা দিছি যে আমার অনুগত ৪/৫ টা নিকে ঘুইরা ফিরা কমেন্ট মারছে 'হাসতেই আছি'। অহনে দেকতাসি এই বেডা মুনশী আমার বাড়া ভাতে ছাই দেওনের লাইগা আইয়া পড়ছে। কইত্তিকা যে একেকটা নাজিল হয়!!!!' এইরমের চিন্তার আলামত হিসাবে আইজকাইল সিউফি ছাবে মুনশী কেডায় এইডা নিয়া গবেষণা শুরু করছেন। আগে বহুদ্দিন ব্লগে ছাগল কেডায় কেডায়, রাম ছাগলে কেম্মে মে মে করে, এইডা নিয়া বিস্তর তালিম-তরবিয়ত দিছেন। হুনলাম একদিন উনি তাড়াহুড়া কইরা বিয়ার পার্টিতে যাওনের লিগা পিনপিনা সাদা পাঞ্জাবী পাজামা পিন্দা বাইরইয়া নিজের বাড়ির গেইটের সামনে আইয়াই না-দেইক্কা এক দলা ছাগলের লাদির উপরে সিলিপ কইরা চিত্তইয়া পইড়া আছাড় খাইয়া এক্কেবারে চিতপটাং! উনারে দেহা যাইতেছিল বাড়ি খাওইন্না ব্যাঙ যেইরম চিত হইয়া হাত পা আসমানের দিকে তুইল্যা ধরে, ঠিক হেইরম।

কি আর করন! বিয়া খাওন ফালাইয়া হগলে মিল্যা ধরাধরি কইরা সিউফি ছাবেরে হাসপাতালে নিয়া গেল। হুনলাম, হাছা মিছা জানি না, হের পর থিকা সিউফি ছাবে ছাগল আর ছাগলের লাদী নিয়া লেখন ছাইড়া দিছেন। যাউগ্গা- অহনে কতা অইল মুনশী কেডায় এইডা নিয়া মহাচিন্তায় পইড়া গেলেন কেল্লেইগা সিউফি ছাব? আপনেরা কন দেহি তাইনে খালি মাইনসেরে লেংটা করবেন আর মাইনসে খালি তাইনের মুখের দিকে চাইয়া চাইয়া সেলাম করবাইন ইডা কেমনে অয়? তাইনেরেও লেংটা করন দরকার নাইলে উনি কেমনে বুঝবাইন মাইনসেরে লেংটা কইরা শরমের জায়গা দেহাইয়া দেওন জঘন্য অন্যায়! অহনে তাইনের মহাচিন্তার কারণ হইল এই মুনশী যদি সিউফি ছাবেরেও লেংটা কইরা ছাইড়া দেয় মাইনসের সামনে!! তহন ত দুইন্নাতে থাকা আর না-থাকা সমান!! আসল দুর্বলতা বাইরইয়া গেলে ত সিউফি ছাব জিয়ন্তে মরা!! সিউফি ছাবে এরি মইদ্দে হালকা হুংকারে কইসেন, মুনশীর জবান ইডা বাউনবাইরার ঠিকমত হইতাছে কি না তাইনের বাউনবাইরার কলিগেরে জিগাইবেন। বাহ রে বাহ! কথ্য ভাষা আর লেখ্য ভাষা ষোল আনা মিল পাইবাইন কেমনে? তাছাড়া বিষয় বা শব্দ বোধগম্য করণের লিগা হগল আঞ্চলিক ভাষারেই ইট্টু ইদিকসিদিক কইরা লেহন লাগে। এইডা যদি সিউফি ছাবে না-বুঝইন তাইলে আর কি কমু।

তাছাড়া সিউফি ছাবের নিজের লেহায় বেকরণের কুনু আগা মাথা নাই। ককটলে বানাই দেন। ইতানেরে আমি কারাপ কই না। কেল্লেইগা কইনা ইতান স্যাটায়ার ইরম আদুমসুদুম কইরা লেহন লাগে। ও আইচ্চা বুইল্যা গেছিলাম, আরেক বেডায় দুই নম্বর মুন্সি সাইজ্যা আইয়া স্পেকুলেটিভ কমেন্ট করণ শুরু কইরা দিছে।

হের চক্কে যতগুলান মেয়েছেলের নিক বেবাক সারওয়ার চৌধুরীর! ফোবিয়া আর কারে কয়!! আরে মিয়া দুই নম্বর কুনুদিন এক নম্বর হইবার পারে না। তয় সিউফি ছাবেরে শিউর কইতাসি, মুনশী যেরে হেরে তকমা লাগানের কামে নাই। মাইনসেরে ছাগল বা রাজাকার কওনের ফন্দি-ফিকির নাই। মুনশী অমুক মুনশী তমুক এইডা কইয়া নিজের দুর্বলতা প্রকাশ না করন ভালা। ব্লগার ইজ ব্লগার।

কেডায় পোলা কেডায় মাইয়া, কোনডা সলিমুদ্দির নিক কোনডা কলিমুদ্দির নিক, এইডা নিয়া প্রশ্ন তুলনের মানে হইল হেই ব্লগারের কথায় এ্যাকশন হইতাছে! ভেরি সিম্পল সাইকোলজি!! মুনশী ডাক্তার না। তয় ইডা জানে বেশি এন্টিবায়োটিক সেবন করান বিপদজনক। আমাগো ডাক্তারে মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ডায়গনোস কইরা ফান্দে পড়া বগার লাহান কানতাসে! আপনেরা কি কন?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।