আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জন - ৯ : কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ কাল থেকে ঠিক মানুষ হব অ্যালবামঃ ইচ্ছে করেই একসাথে .................................................................. আজকে তুমি শুনেছ কি রাতের বাংলা খবর কাল সকালে বৃষ্টি হবে ভিজবে সারা শহর ভিজবে শহর দালান কোঠা, ভিজবে তোমার বাড়ি জানলা দুটো খুলে রেখ ভাঙাবো কাল আড়ি বৃষ্টি তোমার ভীষণ প্রিয়, প্রিয় মাটির ঘ্রাণ পরজন্মে দুটোই হব, দুটোই তোমার প্রাণ অভিমানকে এবার না হয় দিলে কবর চাপা ধরলে মাথা কথা শুনে খেয়ে নিও নাপা বলছি সরি আর হবে না করছি মাথা নত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব কাল থেকে ঠিক মানুষ হব কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত জানি তুমি সুযোগ পেলেই আকাশটাকেই দেখো এবার তবে আকাশ হব খাতায় লিখে রেখ কাল বিকেলে বৃষ্টি শেষে চুমুক দিয়ে কাপে আকাশটাকে সঙ্গি কর তোমার চোখের মাপে বলতে যদি রাতের খবর মনের জলবায়ু একমূহুর্তে কমিয়ে দিতাম অভিমানের আয়ু দাও না বলে রাগ কি তোমার আমার চেয়েও বড় এমন রাগে ভয় পাবে তো পথের কুটো খড়ও বলছি সরি আর হবে না করছি মাথা নত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত কাল থেকে ঠিক মানুষ হব কাল থেকে ঠিক মানুষ হব কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.