আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জন - ১৩ : যাই চলে যাই তোমার নেপালি পানশালাই

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ নেপালি অ্যালবামঃ অনেক দিন পর ........................................ খুদে খুদে চোখে ভালোবাসা অবিশ্বাস্য নীল চ্যাপ্টা ঠোঁটের মুচকি হাসি কান্না ভুলিয়ে দেয় তাই মেঘ করলেই ইচ্ছে করে যাই ছুটে যাই তোমার কাছে হুলন রাজু তোমার নেপালি পানশালাই পানটা গৌণ মুখ্য তোমার গিটার বাজিয়ে গান নেশার ঘোরে হঠাৎ করে হারানো জানলে না মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি যাই চলে যাই তোমার নেপালি পানশালাই নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরান ব্যাঙের ছাতার মত গজিয়ে যাচ্ছে ইট পাথর বড়ই ঘিঞ্জি আজকে আমার সবুজ দার্জিলিং তবু বন্ধুত্বের রং এখনো সবুজ ঘন সবুজ সাতটার পর হুলন রাজুর পানশালায় সেই বন্ধুত্বের সবুজ হাতটা পায় না খুঁজে আর হাত গুটিয়ে হাঁটছে সবাই আমার কোলকাতায় তাই মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি যাই চলে যাই তোমার নেপালি পানশালাই নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরান এই বুড়ো হাড়ে আর আজকে আমার কিবা সম্বল দুটো বন্ধু মিলে গান করে যদি সন্ধ্যেটা কেটে যায় তাই মেঘ করলেই ইচ্ছে করে যাই ছুটে যাই তোমার কাছে হুলন রাজু তোমার নেপালি পানশালাই যদি একলা লাগে তোমার অক্কুরে এসো একবার পান না হলেও গানটা পাবে ঠিক বিনা পয়সায় দার্জিলিং এর শেওলা ভেজা গলির ভেতর জইস পাপ আমার নেপালি রূপালি নেপালি পানশালায় নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরাণ নেপালি নেপালি নেপালি নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরাণ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.