আমাদের কথা খুঁজে নিন

   

এত হতাশার দিন

এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....

এত হতাশার দিন সারাদিন বিষন্ন , ভাল লাগে না কিছুই হলদে পাখির রং , সাদা বকের সারি সবুজ ঘাসের চাঁদর অথবা পাহাড়ী মেয়ের হাসি সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় নিজের কাছে । দিন যেতে হয় তাই চলে যায় পেছনে রেখে যায় শহর , বন্দর , গ্রাম নগর সভ্যতা অথবা মানুষের বাঁচা মরা কেমন যেন ঘোর থেকে যায় ; সারা পৃথিবী অবিশ্বাসী মনে হয় দু'চোখে শুধু লোভ , ঈর্ষা আর লুটেপুটে খাওয়ার দ্রুত প্রতিযোগীতা ! কোথায় হারায় মায়া- মমতা আর ভালবাসার চুম্বক রিখটার স্কেলে সাত দশমিক ছয় ছাড়ায় অমানবিকতার ছুঁয়ে যাওয়া। এখানে শান্তি নেই , ওখানে শান্তি নেই কোথায় শান্তি পাব বলতে পারো ? হৃদয় তবু ওঠে না জেগে স্পর্শ করে না তোমার দু'হাত চিৎকার করে ওঠে না কেঁদে মাঝরাতে ঝরে না অশ্রু তোমাকে ভেবে বড় যান্ত্রিক , যান্ত্রিক এ জীবনে তবু স্বপ্ন দেখে যেতে হয় ..........।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।