আমাদের কথা খুঁজে নিন

   

সুশীলদের ভন্ডামী থেকে সাবধান!

রাজাকার মুক্ত ব্লগ চাই

আপনাদের নিশ্চয় "কাক আর শৃগাল" এর গল্পটা মনে আছে। গাছে বসা কাকের মুখের মাংসের টুকরার লোভে শৃগাল সুন্দর ভাষায় ( সুশীল ভাষাও বলতে পারেন) কাকের গলার প্রশংসা করলে কাক গান গেয়ে উঠে। পড়ে যায় মাংসের টুকরা। শৃগাল সেই টুকরা নিয়ে চলে যায় কাকের কর্কশ কা কা না শুনেই। নীতিবাক্যটা হলো: দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিতে নাই।

ব্লগের জন্যের নীতিবাক্যটা একটু পরিবর্তিত হয়ে হবে "রাজাকারদের সুন্দর ভাষ্যে ভুলিবেন না। " সুশীলদের ক্ষেত্রেও একই নীতিবাক্য চলতে পারে। দেখা যাচ্ছে কতিপয় সুশীল ব্লগের রাজাকার তোষনের সাথে গালাগালির বিষয়টাকে এক করে জ্ঞানদানের চেষ্টা করছেন। একজন বলছেন উনার অভিযোগের প্রেক্ষিতে একটা রাজাকারি পোস্ট সরানো হয়েছে। প্রশ্ন হলো এই পোস্ট সরানোর জন্যে অভিযোগ করার দরকার হয় আর অনেকগুলো পোস্ট গতদুই দিনে এমনিতেই সরানো হয়েছে।

তার জন্যে অভিযোগ করার দরকার হয়নি। এখন আমাদের বাচ্চাদের মতো মনোযোগ দিয়ে ব্লগিং করার কথা বলছেন সুশীল ব্লগার। ধিক আপনার চিন্তার দৈন্যতাকে। কয়দিন যাবে "কালো বিড়াল" নামের একটা নিক অকথ্যভাষায় গালাগালি করে যাচ্ছে। তার বিষয়ে কোন সমস্যা নেই।

সুশীল ব্লগারগন কি বুঝতে সমর্থ হন নি কালো বিড়াল কার হয়ে কাজ করছে। রাজাকারি ইস্যুর উপরে গালাগালি বিষয়ঠাকে নিয়ে এসে আপনাদের মতো সুবিধাবাদী শ্রেনীর সমর্থন নিতেই হচ্ছে। যারা ব্যান হয়েছে তাদের কেউই গালিবাজ হিসাবে চিহ্নিত ছিলো না। তা হলে গালি বিষয়ঠা সামনে আসছে কেন? কথা একটাই - রাজাকার মুক্ত ব্লগ চাই। গালাগালি তাতে এমনিতেই বন্ধ হয়ে যাবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.