আমাদের কথা খুঁজে নিন

   

নাফিসের সেঞ্চুরির পরও ব্রাদার্সের হার

নাফিস ইকবালের জন্য কালকের দিনটি ছিল আনন্দ-বেদনায় মিশ্রিত। প্রিমিয়ার লিগের প্রথম দিনই হার না মানা ১৫০ রানের ইনিংস খেললেন তিনি, তারপরেও কিনা হেরে গেল তার দল ব্রাদার্স ইউনিয়ন। অনেক দিন পর আনন্দের একটা উপলক্ষ পেলেও দল হেরে যাওয়া দিন শেষে নাফিস ইকবালের কণ্ঠে তাই আফসোস। 'সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। কিন্তু ব্রাদার্স হেরে যাওয়ায় খারাপও লাগছে।

'

গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেল প্রাইম ব্যাংক। ৭৯ রানের বড় ব্যবধানে তারা হারায় ব্রাদার্স ইউনিয়নকে। প্রাইম ব্যাংকের দেওয়া ৩৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান করে তামিমের দল। তবে ব্রাদার্স হারলেও ম্যাচের ফোকাসটা নিজের দিকে টেনে নিয়েছেন নাফিস ইকবাল। ১৪০ বলে ১৫০ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন জাতীয় দলের তারকা তামিম ইকবালের বড় ভাই।

গতকাল সকালে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাট করার আমন্ত্রণ জানান ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতেই সৈকত আলীকে বিদায় করে দেন পেসার তারেক আজিজ। মাত্র এক রানে উইকেট হারিয়ে একটা ধাক্কা খায় প্রাইম ব্যাংক। কিন্তু উইকেটে সেট হওয়ার পরই ঝড় তুলেন দুই ব্যাটসম্যান জিয়াউর রহমান ও বানদারা রাজাপাকসে। দুজই সাইক্লোন গতিতে রান তুলতে থাকেন।

জিয়া-বানদারা জুটিতেই আসে ১৬৫ রান (১৩৮ বলে)। সানজামুলের বলে আউট হওয়ার আগে ৬৯ বলে ৮৯ রান করেন জিয়া। চারটি বাউন্ডারি ছাড়াও সাতটি বিশাল ছক্কা হাঁকান তিনি। তবে জিয়া সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়ে গেলেও বানদারা ঠিকই প্রথম ম্যাচ থেকে আদায় করে নিয়েছেন শতক। ৯৭ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

এরপর মাহমুদুল হাসানের ব্যাট থেকেও আসে ৫৪ রানের আরেকটি ইনিংস। রান পেয়েছেন মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরাও। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৪ রান করে প্রাইম ব্যাংক।

টার্গেট পাহাড় সমান। তাই বড় ভাই নাফিস ইকবালকে নিয়ে ওপেন করার কথা থাকলেও ইমতিয়াজকে নিয়ে ইংনিসের গোড়াপত্তন করেন তামিম।

কিন্তু মিশন সফল হয়নি মোটেও। ইমতিয়াজ নিজের নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। তবে ওয়ান ডাউনে নেমে নাফিস ইকবাল কিন্তু ঠিকই সফল হয়েছেন। খেলেছেন ক্যারিয়ার সেরা ১৫০ রানের অসাধারণ এক ইনিংস। নাফিস ইকবাল ছাড়া ব্রাদার্সের কোনো ব্যাটসম্যানই আর সুবিধা করতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন তামিম। গতকাল প্রাইম ব্যাংকের বিরুদ্ধে একাই লড়াই করেছেন নাফিস ইকবাল। দ্রুত গতিতে রান তোলার পাশাপাশি তিনি এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু অপর প্রান্তে শুরু হয়েছিল যাওয়া-আসার মিছিল। নাফিস ইকবালকে সঙ্গ দিতে পারেননি কেউ।

তাই ম্যাচে জয়ের মুখ দেখেনি ব্রাদার্স ইউনিয়ন। মাত্র ৩৬ রানে তিন উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক জুনিয়র। দুটি করে উইকেট নিয়েছেন তাপস বৈশ্য ও ফরিদউদ্দীন মাসুদ। ব্যাটসম্যানদের তৈরি করা প্লাটফরমকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রাইম ব্যাংকের বোলাররা। প্রথম ম্যাচেই জিতে উজ্জীবিত দলটি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.