আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের ব্লগীয় নিক ও বাস্তব চেহারার সাথে মিল-অমিল

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

এই পর্যন্ত ব্লগারদের সাথে ২ বার মিট করার সৌভাগ্য হৈছে। অনেকেরই দেখতে পারছি। তয় কারো চেহারার সাথে নিকের মিল আছে আর কারো নাই। আজকে সেই বিষয়েই যারা এখনও ব্লগারদের বাস্তবে দেখেন নাই তাদের উদ্দেশ্যে একখান পোস্ট দিচ্ছি। মাথামোটা: মোস্ট ওয়ান্টেড ব্লগার।

সবাই খালী তারেই খুইজা বেড়ায়। নিক কইলাম মাথামোটা তয় মানুষটার মাথা যথেষ্ট চিকন। ভিতরে কিছু মোটা হৈলেও হৈতারে, সেটা আমি দেখি নাই। উদাসী স্বপ্ন: নিকের মত উদাস উদাস না চেহারা। কিন্তু যেইরকম বান্দরামী করে সেইরকম চেহারা এইডা সত্যি।

দেইখাই বুঝা যায় যে এইটা ব্লগের উদলা বান্দর ভাই। অন্যরকম: সাধারণ মানুষের মতই খুব একতা অন্যরকম না। তবে উনার এ্যভাটরের জন্তুডার লগে কিছুটা সাদৃশ্য পাওয়া যায়, বেশী ফর্সা তো তাই। রাগ ইমন: আমি তো ভাবছিলাম কঠিন রাগী চেহারা হবে। কিসের রাগ উল্টা উনার হাসি দেইখা যে কারো মন ভালো হইয়া যাইবো গ্যারান্টি ! হমপগ্র: যেইরকম হযবরল নিক সেই রকম হযবরল মানুষ।

না দেখলে বুঝবেন না। অচেনা বাংগালী: দেইখা সত্যিই আমার কাছে অচেনা মনে হয় নাই এই ভদ্রলোকরে মনে হইছে অনেক দিনের চেনা। তয় মানুষ কইলাম অনেক চালাক। দেবদারু: ঠিক দেবদারু গাছের মতই লম্বা। কালপুরুষ: কালের গহ্বরে হারিয়ে গেছেন উনি, বহু পুরানা কালের মানুষ।

তবে ভালৈ মজা করতে পারেন। আইরীন সুলতানা, জয়িতা ও জেবীন আপুদের যেমন ভেবেছিলাম তেমনিই। রাশু ভাই ঠিক এ্যভাটরের মানুষটার মতই, কিন্তু ভয়ানক বিড়ি খায়। শামীম ভাইয়ের নিকটার মত এত ভারিক্কি চেহারা না উনার দেখতে এক ভদ্র কিশোরের মতই লাগে। যাই হোক অনেকের অনেক বর্ণনা করলাম, ভুল ভ্রান্তি কিছু হৈলে ক্ষমা প্রার্থী আমি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.