আমাদের কথা খুঁজে নিন

   

এনার্জি বাল্বের স্বাস্থ্য ঝুঁকি

mojnu@noakhaliweb.com.bd

**** লো এনার্জি বাল্বে স্বল্প পরিমানে পারদ রয়েছে-একথা এখন সবাই জানেন। কিন্তু এই বাল্ব ভাঙ্গার সময় যে বাড়তি সতর্কতার প্রয়োজন হয় তা অনেকেই জানেন না। একটি ব্রিটিশ পরিবেশ সংস্থা বলেছে, লো এনার্জি বাল্বে স্বল্প পরিমানে পারদ থাকায় তা একেবারে নিরাপদ নয়। সংস্থাটি বলেছে, এই বাল্বের প্যাকেটে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা মুদ্রিত থাকতে হবে এবং ঘরে ভাঙ্গা বাল্বের টুকরা কিভাবে পরিষ্কার করতে হবে সে বিষয়ে নির্দেশিকা দিতে হবে। পরিবেশ বিজ্ঞানী ড. ডেভিড স্পারজিয়ন বলেন, স্বল্প পরিমাণ পারদ থাকায় সাধারণ আবর্জনার পাত্রে বাল্বগুলো ফেললে সমস্যার সৃষ্টি হতে পারে।

পারদ বাতাসে কিংবা মাটি থেকে ব্যাপকভাবে পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, এটি আসলেই উদ্বেগের বিষয়। কারণ পারদ হচ্ছে একটি বিষাক্ত পদার্থ। ব্রিটিশ পরিবেশ দফতরের পরামর্শে বলা হয়, কোন কক্ষে লো এনার্জি বাল্ব ভাঙ্গার আগে কমপক্ষে ১৫ মিনিটের জন্য ঐ কক্ষ খালি করতে হবে। তিনি আরও বলেন, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এই বাল্বের টুকরা পরিষ্কার করা ঠিক হবে না।

খেয়াল রাখতে হবে এই কাঁচের গুড়া যেন নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে না যায়। এক্ষেত্রে রবারের গ্লাভস ব্যবহার করতে হবে এবং ভাঙ্গা বাল্বের টুকরা মুখবন্ধ প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে দেওয়ার জন্য স্থানীয় পৌর পরিষদে নিয়ে যেতে হবে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিষাক্ত পদার্থ বিষয়ক বিশেষজ্ঞ ড. ডেভিড রে বলেছেন, একটি সাধারণ লো এনার্জি বাল্বে ৬ থেকে ৮ মিলিগ্রাম পারদ থাকে। তিনি বলেন, পারদ দেহে, বিশেষ করে মস্তিষ্কে জমা হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে বার বার এর সংস্পর্শে আসা।

স্বভাবতই বাল্ব ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের তুলনায় যারা মাত্র একবার সংস্পর্শে আসেন তাদের ঝুঁকি অনেক কম। ড. ডেভিড রে বলেন, আপনি যদি ভেন্টিলেশনের ব্যবস্থা নেই এমন কক্ষে পাঁচটি বাল্ব ভাঙ্গেন তাহলে আপনি স্বল্প সময়ের জন্য অসুস্থ হয়ে পড়তে পারেন। সংবাদ সূত্র : http://www.taranganews.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.