আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ে নিন এনার্জি লেভেল

সারা দিনের কাজের জন্য চাই প্রচুর এনার্জি। এক্সারসাইজ করলে ফিটনেস বাড়ে, কিন্তু এর ফলে শরীরের ক্যালরি খরচ হয়। তাই সবার জন্য সঠিক এক্সারসাইজ এবং হেলদি ডায়েট জরুরি। এ বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হলো_ সকালে ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করবেন না। এক্সারসাইজ করার সময় শরীর যথেষ্ট অ্যাকটিভ থাকা দরকার।

পাশাপাশি এনার্জি লেভেল যাতে লো না থাকে সেদিকেও খেয়াল রাখুন। * ঘুম থেকে ওঠার অন্তত ৩ ঘণ্টা পর এক্সারসাইজ শুরু করুন। * ভারী এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং করার আগে বেশ কিছুক্ষণ ফ্রি-হ্যান্ড করে নিন। এতে ওয়েট ট্রেনিং করার জন্য প্রয়োজনীয় এনার্জি পাবেন। * প্রতিদিন নির্দিষ্ট সময়ে এক্সারসাইজ করলে সেটা আপনার স্ট্রেস বাস্টার হতে পারে।

সে ক্ষেত্রে সকালের দিকেই একটা সময় বেছে নিলে সারা দিনের জন্য প্রয়োজনীয় এনার্জি পাবেন। * কাজের চাপে সারা দিন শেষে এনার্জি লেভেল খুব লো মনে হলে ফিটনেস এক্সপার্টের পরামর্শ অনুযায়ী হালকা যোগাসন করতে পারেন। * কোনো কারণেই অতিরিক্ত টেনশন করবেন না। * সপ্তাহে ছয় দিন এক্সারসাইজ করুন, একদিন বিশ্রাম নিন। এনার্জি লেভেল বাড়বে।

* এনার্জি লেভেল ব্যালান্সে রাখার জন্য অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাবেন। * ব্যালান্সে রাখার জন্য প্রতিদিনের ফিটনেস রুটিনে হঠাৎ কোনো পরিবর্তন করবেন না। * স্বাস্থ্য ডেস্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।