আমাদের কথা খুঁজে নিন

   

দূষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল : অবৈধ হাজার কোটির চেয়ে বৈধ শতকোটিও অনেক ভাল ।



অনেকেই বলছে সরকারের দূর্ণীতি আর অবৈধ টাকা বিরোধী অভিযানে দেশের অর্থনীতি স্হবির হয়ে গেছে । আমার কাছে ঠিক এর উল্টোটি মনে হচ্ছে । আমার ধারনা দেশে বড় শিল্প কারখানা স্হাপন বন্ধ হয়ে গেলেও সার্বিক ব্যাবসা-বানিজ্যের পরিবেশ সুষ্ঠু বিকাশ লাভ করছে । যেটুকু মন্দা আছে সেটা বিশ্ব অর্থনীতির স্হবিরতার জন্যই হয়েছে । কাজেই বর্তমান বা পরবর্তী নির্বাচিত সরকারের উচিত হবে দূর্নীতি আর অবৈধ টাকা বিরোধী অভিযানকে আর জোরদার করা । দেশের আর্থ-সামাজিক অগ্রগতি কে অক্ষুন্ন রাখতে হলে কিছু প্রাতিষ্ঠানিক যন্ত্রকে এখন আরো এক্টিভ আর গুরুত্বায়ন করতে হবে । এই প্রতিষ্ঠানহুলোকে কার্যকর করতে চাইলে এগুলোর প্রধানদের প্রয়োজনীয় ক্ষমতা দেবার প্রয়োজন রয়েছে । এদেরকে মন্ত্রী সম মর্যাদায় দেশব্যাপী আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিলে সরকার আরো বেগবান হবে । বর্তমান গুরুত্ব বিবেচনায় উল্লেখযোগ্য প্রতিষ্টান প্রধানরা হলেন - ১/ প্রধান বিচারপতি ২/ দুদক চেয়ারম্যান ৩/ নির্বাচন কমিশনার ৪/ বাংলাদেশ ব্যাংক প্রধান ৫/ এফবিসিসিআই প্রেসিডেন্ট ৬/ রেগুলেটরী রিফর্ম কমিশন ৭/ সার্ক সচিব ৮/ ইউরোপিয়ান কমিশন প্রধান ৯/ ঢাকার দূতাবাস গুলোর ডীন ১০/ বায়তুল মোকার্ রম মসজিদের খতীব ১১/ পুলিশ প্রধান ১২ / ............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।