আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়ি - ১৮ / জুমু'আর দিন সংক্রান্ত - ৫

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

খুতবায় রসূলুল্লাহ্‌ (সঃ) কি বলতেন? আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেছেন যে দিমাদ ইবন সা'লাবা মক্কায় আসল। সে ছিল আজ়দ শানু'আহ গোত্রের লোক এবং সে পাগলদের পাগলামী সারানোর ওঝাগিরি করত। মক্কার নির্বোধ লোকদের মুখে সে শুনল যে মুহাম্মদ (সল্লাল্লাহু আলায়হি ওয়া-সাল্লাম) একজন উন্মাদ। এটা শুনে সে বললঃ "আমি যদি এই লোকটিকে দেখতে পারি তাহলে হয়তো আমার হাতে আল্লাহ্‌ তাকে সারিয়ে দেবেন।

" এরপর সে তাঁর (সঃ) সাথে দেখা করে বললঃ "ও মুহাম্মদ, আমি উন্মাদনার ঝারফুঁক জানি, আর আল্লাহ্‌ আমার হাতে যাকে ইচ্ছা সুস্থতা দান করেন। আপনি কি চান [আমি আপনাকে ঝারফুঁক করি]?" একথা শুনে রসূলুল্লাহ্‌ (সঃ) বললেন, " ইন্না-ল-হামদা লিল্লাহ্‌, নাহমাদুহু, ওয়া নাস্তা'য়ীনুহু। মান ইয়াহদিহি-ল্লাহু ফালা মুদিল্লা লাহু। ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা-ইলাহা ইল্লা-ল্লাহ, ওয়াহ্‌দাহু লা শারীকালাহু; ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

আম্মা বা'দ -- সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য; আমরা তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই। আল্লাহ্‌ যাকে সঠিক পথের দিশা দেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারেনা। আর আল্লাহ্‌ যাকে ভ্রান্ত হতে দেন সে কোন পথ নির্দেশক পায়না। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্‌ ছাড়া ইবাদত/দাসত্ব পাওয়ার অধিকারী কোন সত্ত্বা নেই - তার কোন অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ্‌র বান্দা ও রসূল।

এবং অতঃপর.." দিমাদ এখানে বাধা দিয়ে বলল, "আপনার এই কথাগুলো আমাকে আবার বলুন। রসূলুল্লাহ্‌ (সঃ) কথাগুলো তার জন্য তিনবার পুনরাবৃত্তি করলেন। দিমাদ বললঃ "আমি জ্যোতিষদের কথা শুনেছি, যাদুকরদের কথা শুনেছি, কবিদের কথাও শুনেছি, কিন্তু আমি আপনার এই কথাগুলোর মত কোন কথা কখনো শুনিনি। আর এই কথাগুলি [বাগ্মীতায়] সমুদ্রের গভীরে প্রবেশকারী। আমাকে আপনার হাত বাড়িয়ে দিন, আমি ইসলামের প্রতি আনুগত্যের শপথ গ্রহন করি।

" আর এভাবে সে ইসলামের প্রতি আনুগত্যের ঘোষণা দেয়। আল্লাহ্‌র রসূল (সঃ) বললেনঃ "এটা (আনুগত্যের শপথ) তোমার জাতির পক্ষ থেকেও কি?" সে বলল, " হ্যাঁ, এটা আমার জাতির পক্ষ থেকেও। " [পরবর্তীকালে] রসূলুল্লাহ্‌ (সঃ) একটা বাহিনী প্রেরণ করেছিলেন যা তার গোত্রের আবাসস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। বাহিনীর অধিনায়ক তাঁর সাথীদের বললেন, "তোমরা এই গোত্রের লোকদের কাছ থেকে কিছু নিয়েছ কিনা?" একজন বললেন, "আমি পানি রাখার একটা পাত্র পেয়েছি। " এতে করে অধিনায়ক বললেন, "ওটা ফিরিয়ে দিয়ে এস, কারণ এরা দিমাদের গোত্রের লোক।

" [ইমাম মুসলিম হাদীসটি তাঁর সহীহতে জুমু'আর অধ্যায়ে সংকলন করেছেন। এখানে উদ্ধৃত করা হয়েছে ইমাম আল-মুনযিরীর সংকলিত "মুখতাসার সহীহ মুসলিম" থেকে। হাদীস নং ৪০৯]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।