আমাদের কথা খুঁজে নিন

   

আমার হৃদয় তোমার আপন হাতের

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার হৃদয় কে আমারে কী যে বলে কে আমারে কী যে বলে ভোলাও ভোলাও ভোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলও দোলাও দোলাও আমার হৃদয় ওরা কেবল কথার ফাঁকে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার হৃদয় মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলেম তোমার খেলার সাথে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রানের খেলার সে ঢেউ তোলাও তোলাও তোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার হৃদয় আমার হৃদয় তোমার আপন হাতের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।