আমাদের কথা খুঁজে নিন

   

এ ওয়েলকাম নোট টু মাইসেল্ফ



Hi! বাংলা ব্লগে স্বাগতম। এখন সকাল ৪:১৭ মিনিট। হাতে অনেক কাজ। ঘুমাতে যাবার আগে আরো একটা কম্পুতে উইন্ডোজ এক্সপি ইনস্টল করতে হবে। পাইরেটেড কপি।

কিচ্ছু করার নাই। সেটআপ স্ক্রীনে উইন্ডোজ কতো ভালো তার বর্ণনা। শতবার দেখা চাপাবাজি। ভালো লাগে না। তারচেয়ে বরং সামহোয়্যার ইনে দেখি কে কি করে।

একাউন্ট খোলার দরকার নাই। তবু খুললাম। একটা নেমস্পেস (namespace) নষ্ট হলো। হোক। মজার ব্যাপার হলো victory নামটা কেউ নেয়নি।

তাই আমি পেয়ে গেলাম। কিন্তু নিজের বাংলা নামটা ব্লগের নামের সাথে মিললো না। "মুক্তি" দখল, "বিজয়" দখল। মুক্তি ইংরেজি আবার freedom. যুৎসই কিছু পেলাম না। অনেক মাথা খাটিয়ে একটা সিরিয়াস নাম নিলাম।

অথচ মানুষ আমি মোটেই সিরিয়াস টাইপ না। এখন কি হবে? নামটাতো আর চেঞ্জ করা যাবে না :-( এমন সিরিয়াস নাম নিয়ে ডায়রি টাইপ লেখা কি ঠিক হবে কিনা বুঝছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।