আমাদের কথা খুঁজে নিন

   

মদনের ওয়েলকাম টোন

অবশেষে ফুলমতি মদনের প্রেমে পতিত হল। এই পতিত হওয়া মানে পড়ে যাওয়া নয়, প্রেমে মজে যাওয়া। অনেক চড়াই উতরাই পেরিয়ে মদন ফুলমতির ভালবাসা পেতে সামর্থ্য হয়। তাই মদন ফুলমতির জন্য একটি মোবাইল ও নিজের জন্য একটি মোবাইল কিনে। ভালবাসার কথা বলতে আশ্চর্য যন্ত্রখানি পেযে মদন খুব কৃতজ্ঞ।

ইচ্ছে করলেই সে ফুলমতিকে কল দিতে পারে। ওপাশ থেকে ফুলমতির মধুর কথা মদনের মন জুড়িয়ে যায়। মদন মোবাইল খানি বুক পকেটে আগলে রাখে হিংসুটের মত। মদন ভাবে এই যন্ত্রখানি যে আবিষ্কার করেছে তাকে কাছে পাইলে একটা চুমু খাইত। আহা! ফুলমতি তুমি আমার।

তোমাকে এই বুক পকেটে আরে বুকের মাঝে রেখে দিয়েছি। মদন তার এক বন্ধুর সহায়তায় মোবাইলে একখান ওয়েলকাম টোন সেট করে। ফুলমতি যাতে কল দিলে যে শুনতে পায়। গানটি- বন্ধু তুই আমারে...................। ওয়েলকাম টোনটি ফুলমতির খুব পছন্দ হযেছে।

প্রায়ই ফুলমতি মদনকে কল দিযে গানটি শুনে। মদনও মাঝে মাঝে কল রিসিভ না করে ফুলমতিকে গান শোনার সুযোগ দেয়। এভাবে তাদের মোবাইল ফিরিতি খুব জমে উঠেছে। একদিন ফুলমতিকে দেখতে এসে বিয়ে ঠিক হয়ে যায। ফুলমতি সংবাদটি মদনকে জানানোর জ্ন্য মোবইলে লুকিয়ে মদনকে কল দেয়।

মদন বুঝতে পারে না যে এটি আসল কল না ওয়েলকাম টোন শুনার জন্য। ফোন বেজে চলছে মদন কল রিসিভ করে না। এক সময় ফুলমতি রাগে মোবাইল ফোনটি ছুড়ে ফেলে। .........................তারপর থেকে মদনের মোবাইলে কল দিলে যে ওয়েলকাম টোন শুনা যায় তা হলো-‍" বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ীর সামনে দিয়া হাইট্যা যায়, বুকটা ফাইট্যা যায়। ..........................................ফাইট্যা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.