আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর জীবনী (মদীনায় হিজরত করার পর)-১

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

মদীনায় হিজরত করে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ইসলাম প্রচারের উপযোগী পরিবেশ পেলেন।

এখানে তিনি নিরাপদে ইসলাম প্রচার শুরু করলেন। তিনি মক্কা থেকে হিজরতকারী (মুহাজির) মুসলমানদের মদীনায় আশ্রয়দাতা (আনসার) মুসলমানদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। মহানবী (স) হিযরত করে মদীনাকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন। তিনি এখানে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এর নিরাপত্তা ও হিফাজতের স্বার্থে কতগুলো ব্যবস্থা গ্রহন করেন। তার মধ্যে মদীনার সনদ অন্যতম।

মহানবী (স) মদীনার মুসলমান, খ্রিস্টান, ইয়াহূদী ও পৌত্তলিক সম্প্রদায়ের লোকদের একত্রিত করে পরস্পরের মধ্যে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সনদ সম্পাদন করেন। ইতিহাসে একে মদীনার সনদ নামে অভিহিত করা হয়। মদীনায় নবগঠিত ইসলামী রাষ্ট্রের এ সনদই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত চুক্তি বা সংবিধান। সনদে মোট ৪৭টি ধারা ছিল। নিম্নে প্রধান কয়েকটি উল্লেখ করা হলঃ ১. সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহকে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে।

২. সনদের স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের কারও উপর যদি বাইরের শত্রু আক্রমণ করে তবে সকল সম্প্রদায় মিলে শত্রুকে প্রতিহত করবে। ৩. কেউ মদীনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের কোনরূপ সাহায্য সহযোগীতা করতে পারবে না কিংবা তাদের সাথে কোনরূপ গোপন চুক্তিও করতে পারবে না। ৪. সকল সম্প্রদায় স্বাধীননিজ নিজ র্ম পালন করবে কেউ কারও ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না। ৫. কেউ যদি কোনরূপ অপরাধ করে, তবে তার জন্য তাকেই ব্যাক্তিগতভাবে দায়ী করা হবে। এ জন্য তার সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না।

৬. অসহায়, দূর্বল, অত্যাচারিতকে সর্বতোভাবে সাহায্য সহযোগীতা হবে। ৭. হত্যা, রক্তারক্তি, বলৎকার ইত্যাদি কাজকর্ম এখন থেকে নিষিদ্ধ করা হল। ৮. মহানবী হযরত মুহাম্মদ (স) মদীনা রাষ্ট্রের প্রধান হবেন এবং তিনিই পদাধিকার বলে প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত থাকবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.