আমাদের কথা খুঁজে নিন

   

পর্দা

/

বিসদৃশ্য কাপড়গুলো ঝুলছে লালাঝরা কুকুরের জিভের মত নোংরা ক্লিনিকের খুপচি কেবিনে থুতু কফ নিয়ে বৈমাত্রেয় সেবা কলুষ রক্ত নরমাল স্যালাইন হয়ে অনুপ্রবিষ্ট শরীরে স্যাঁতস্যাঁতে দেয়ালের বাহির নিষিদ্ধ, চোখে ঠুসির অন্ধকার। কাপড়ের পর কাপড় ঝুলছে, ঝুলছে হ্যাঙ্গারে তৈলাক্ত তোয়ালে মুখে চুনকালি মেখে কাকতাড়ুয়া শুয়ে আছে, মানব মমীকৃত ফিতার মধ্যে হাত পা মুড়ে জ্যান্ত জীবনে অশুভ সংকেত পর্দার পর পর্দা ঝুলছে, অশুভের পর্দায় অবিশুদ্ধ বাতাস। ঘিনঘিনে মাছিরা উড়ে বেড়ায়, পচা দগদগে ঘায়ে অসহ্য চুলকানি সিমেন্টের পাকা নর্দমায় ফসফিন আলোরা নিছক আলেয়া ফুসফুসে মাকড়সার ঘুলঘুলি, বন্ধ চড়ুইর চঞ্চল আনাগোনা পর্দা রক্তে মাখামাখি, পর্দার ঘেরাটোপে জীবন বাধা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।